জলপাইগুড়ি, 1 ডিসেম্বর:পুলিশি সক্রিয়তায় ভেস্তে গেল মাদক পাচার ৷ তুষের বস্তার আড়ালে বেআইনি মাদক পাচার করতে গিয়ে ধৃত অভিযুক্ত ৷ বৃহস্পতিবার নাকা তল্লাশিতে ধূপগুড়ি থানার পুলিশ অবৈধ মাদক- সহ একটি লরি আটক করে ৷ উদ্ধার হয় 563টি মাদকের বাক্স ৷ গ্রেফতার করা হয়েছ লরি চালক বাপি দাসকে ৷ অভিযুক্ত ত্রিপুরার ধর্মনগরের চুরাইবাড়ি এলাকার বাসিন্দা ৷
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে একটি অসম নম্বরের লরিতে বিপুল পরিমান অবৈধ মাদক পাচার করা হচ্ছে । খবর পেয়েই ধূপগুড়ি থানার পুলিশ স্থানীয় হরিমন্দির সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে । তল্লশিতেই গয়েরকাটার দিক থেকে অসম নম্বরের একটি লরিকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় । প্রথমে লরিতে তল্লাশি চালালে ধানের তুষের বস্তা মেলে । এপরই এই বস্তা থেকে মাদকের হদিশ পাওয়া যায় । বিপুল পরিমাণ মাদকের বাক্স উদ্ধার হয় তুষের বস্তা থেকে ৷ লরি সহ চালককে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে পুলিশ লরি চালককে গ্রেফতার করে ৷