জলপাইগুড়ি, 22 জুন: সুপার স্পেশালিটি হাসপাতালের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক রোগীর। ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। মৃত চিকিৎসাধীন রোগীর নাম সন্তোষ শা (27)। মৃত সন্তোষের বাড়ি বানারাহাট ষ্টেশন রোডের মাগুরবস্তি এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎই ওই যুবক বোতল খুলে স্যালাইন খেতে শুরু করে। এরপর তিনি শৌচাগারের দিকে গিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন। মঙ্গলবার জ্বর-খিঁচুনির উপসর্গ নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল সন্তোষকে ৷
হাসপাতালের নিরাপত্তারক্ষী বাবন সরকার বলেন, "আজ সকালে হঠাৎ একটা আওয়াজ পাই। দেখি একজন উপর থেকে পড়ে গেল। পরে নীচে গিয়ে দেখি তাঁর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷ কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। মৃত সন্তোষ শা'র দিদি মুন্নি শা জানান, মঙ্গলবার আমি ভাইকে জ্বর-খিঁচুনি নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি। রাত 10টা 45 মিনিটে ভরতি করি ভাইকে। তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে বলেও হাসপাতাল থেকে জানায় ৷"