পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন না পেয়ে অবস্থান পঞ্চায়েত কর্মীদের - rajganj

BDO অফিসের সামনে বিক্ষোভ দেখান রাজগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০ জন কর্মী। বেতনের দাবিতে তাঁরা অবস্থান বিক্ষোভে শামিল হন।

অবস্থান কর্মীদের

By

Published : Mar 5, 2019, 6:21 PM IST

রাজগঞ্জ (জলপাইগুড়ি), ৫ মার্চ : বেতনের দাবিতে অবস্থান করলেন রাজগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত কর্মীরা। BDO অফিসের সামনে বিক্ষোভ দেখান মোট ৬০ জন কর্মী। কাজ বন্ধ করে আজ সকাল থেকেই তাঁরা বিক্ষোভে শামিল হন। তাঁদের অভিযোগ এবছরের ফেব্রুয়ারি মাস থেকে তাঁরা বেতন পাননি। রাজগঞ্জ ব্লকের ৭৫-৮০ জন কর্মী এখনও বেতন পাননি।

রাজগঞ্জ ব্লকের এক পঞ্চায়েত কর্মী জ্যোতিকৃষ্ণ রায় বলেন, "সব ব্লকে পঞ্চায়েত কর্মীরা বেতন পেয়েছেন। শুধুমাত্র রাজগঞ্জ ব্লকের কর্মীরা বেতন পাননি। আমরা সঠিক সময়ে বেতন চাই। BDO-কে এই সমস্যার কথা জানিয়েছি। রাজগঞ্জ ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বেতনের দাবিতে আন্দোলন করছেন।"

বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কর্মী শিবশঙ্কর গুহ বলেন, "আমি দশ বছর ধরে কাজ করছি। কোনও দিন বেতন নিয়ে সমস্যা হয়নি। কিন্তু এবার শুধুমাত্র রাজগঞ্জ ব্লকের কর্মীরা বেতন পাননি। আজ আমরা কাজ বন্ধ করে বেতনের দাবিতে অবস্থানে বসেছি। গ্রাম পঞ্চায়েতের সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারিরা আন্দোলনে বসেছেন।"

এই বিষয়ে জানতে রাজগঞ্জের BDO পেমা শেরপাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details