রাজগঞ্জ (জলপাইগুড়ি), ৫ মার্চ : বেতনের দাবিতে অবস্থান করলেন রাজগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত কর্মীরা। BDO অফিসের সামনে বিক্ষোভ দেখান মোট ৬০ জন কর্মী। কাজ বন্ধ করে আজ সকাল থেকেই তাঁরা বিক্ষোভে শামিল হন। তাঁদের অভিযোগ এবছরের ফেব্রুয়ারি মাস থেকে তাঁরা বেতন পাননি। রাজগঞ্জ ব্লকের ৭৫-৮০ জন কর্মী এখনও বেতন পাননি।
রাজগঞ্জ ব্লকের এক পঞ্চায়েত কর্মী জ্যোতিকৃষ্ণ রায় বলেন, "সব ব্লকে পঞ্চায়েত কর্মীরা বেতন পেয়েছেন। শুধুমাত্র রাজগঞ্জ ব্লকের কর্মীরা বেতন পাননি। আমরা সঠিক সময়ে বেতন চাই। BDO-কে এই সমস্যার কথা জানিয়েছি। রাজগঞ্জ ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বেতনের দাবিতে আন্দোলন করছেন।"