পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের মাঝেই রেশন পাচারের চেষ্টা! আটক ব্যবসায়ী

একটি গাড়ি করে প্রায় 85 বস্তা রেশনের চাল, 16 প্যাকেট গম, প্রচুর পরিমাণ আটার প্যাকেট ও কেরোসিন তেল একটি গাড়িতে বোঝাই করে ডুয়ার্সে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ । গতকাল জলপাইগুড়িতে এক ব্যবসায়ীয়ে আটক করল পুলিশ ।

Jalpaiguri
জলপাইগুড়ি

By

Published : Apr 3, 2020, 4:45 PM IST

জলপাইগুড়ি, 3 এপ্রিল : লকডাউনের মাঝেই রেশনের সামগ্রী পাচারের চেষ্টা । জলপাইগুড়িতে এক ব্যবসায়ীয়ে আটক করল পুলিশ । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চাল, গম, আটা ও কেরোসিন তেল । পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানকেও আটক করেছে মালবাজারের ক্রান্তি ফাঁড়ির পুলিশ ।

গতকাল রাতে রেশনের সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে আফতারুদ্দিন আহমেদ । বাড়ি মালবাজার ব্লকের চক মৌলানিতে । একটি গাড়ি করে প্রায় 85 বস্তা রেশনের চাল, 16 প্যাকেট গম, প্রচুর পরিমাণ আটার প্যাকেট ও কেরোসিন তেল একটি গাড়িতে বোঝাই করে ডুয়ার্সে পাচারের চেষ্টা করেছিল সে ।

বিষয়টি গোপন সূত্রে জানতে পারে পুলিশ । খবর পেয়েই মৌলানি এলাকায় গাড়িটি আটক করা হয় । আটক করা হয় আফতারুদ্দিনকে । এর সঙ্গে আরও কেউ জড়িত ছিল না কি না আফতারুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details