এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালুর প্রস্তাব জলপাইগুড়ি/শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: খুব শীঘ্রই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলবে ৷ আর তার গতি থাকবে ঘণ্টায় 130 কিলোমিটার ৷ ইতিমধ্যেই এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত 130 কিলোমিটার প্রতি ঘণ্টায় বন্দে ভারত চালানোর জন্য রেললাইনের কাজ করা হচ্ছে ৷ আর এ সংক্রান্ত প্রস্তাব রেল বোর্ডকেও পাঠানো হয়েছে (Railway Gives Proposal for NJP to Guwahati Vande Bharat Express) ৷ এমনটাই জানিয়েছেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা ৷ আজ জলপাইগুড়ি রোড ষ্টেশনে পরিদর্শনে আসেন তিনি ৷ সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং, আরপিএফ-এর চিফ সিকিউরিটি কমিশনার-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷
অংশুল গুপ্তা জানান, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাব তাঁরা পাঠিয়েছেন ৷ পুরো ভারতে যেহেতু গাড়ি চলানোর পরিকল্পনা রয়েছে, তাই আশা করা হচ্ছে খুব দ্রুত এই রুটে বন্দে ভারত চালানোর গ্রিন সিগন্যাল দেবে রেল বোর্ড ৷ অংশুল গুপ্তা জানিয়েছেন, ট্রেনের রেক যেমন যেমন আসবে তেমনভাবে গাড়ি চালানো হবে ৷ এমনকি 130 কিলোমিটার গতিতে বন্দে ভারতকে চালানোর জন্য রেল ট্র্যাকগুলিকেও আপগ্রেড করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার ৷
তিনি জানিয়েছেন, আগামী 30 মার্চের মধ্যে মালদা নিউ জলপাইগুড়ি পর্যন্ত 130 কিলোমিটার বেগে ট্রেন চালানোর জন্য রেললাইনকে আপগ্রেড করা হবে ৷ আর নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রেললাইন আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপগ্রেড করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ তিনিও এও জানান, জলপাইগুড়ি রোড ষ্টেশনকে রেল কর্তৃপক্ষ ‘অমৃত ভারত প্রকল্পে’ যুক্ত করেছে ৷ নিউ জলপাইগুড়িকে বড় মাপের স্টেশন করা হচ্ছে ৷ তার পাশাপাশি জলপাইগুড়ি রোড ষ্টেশনের পরিকাঠামো উন্নত করা হবে ৷ সেখানে শুধু বিল্ডি নয়, শপিং মল, যাত্রীদের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা এবং এস্কেলেটর-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা ৷ এমনকি 24 ঘণ্টার জন্য টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে ৷
আরও পড়ুন:আদিবাসী আন্দোলনে চাক্কাজ্যাম বন্দে ভারতেরও, বিপাকে যাত্রীরা
এদিন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, পর্যটন ব্যবসায়ী, জলপাইগুড়ি নাগরিক মঞ্চ-সহ স্থানীয় ব্যবসায়ীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে দূরপাল্লার স্টপেজের দাবি জানিয়েছেন ৷ এদিন জেনারেল ম্যানেজার বলেন, ‘‘স্টপেজ-সহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ আমরা সেগুলো দেখে নিয়ে রেলওয়ে বোর্ডের কাছে পাঠাব ৷ জলপাইগুড়ির সাংসদের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে ৷ পর্যটনের উন্নয়নের জন্য সাউথের গাড়ি, গোয়া পর্যন্ত ট্রেনের দাবি উঠেছে ৷ আমরা বিষয়টি দেখছি ৷’’