জলপাইগুড়ি, 30 এপ্রিল : উত্তরবঙ্গের সব জেলাতে করোনা পরিস্থিতি 15 মে থেকে 15 জুন পর্যন্ত ভয়াবহ হতে পারে ৷ শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন করোনা মোকাবিলার জন্য উত্তরবঙ্গের ওএসডি ড. সুশান্ত রায় । উত্তরবঙ্গের সব জেলার সঙ্গে জলপাইগুড়িতেও করোনায় থাবা অব্যাহত । আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । এখনও পর্যন্ত শহরে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জন বাসিন্দার । এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক । আজও শহর সংলগ্ন এক মহিলা মৃত্যুর হয় । সম্প্রতি জলপাইগুড়ি জেলার সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জলপাইগুড়ি পুরসভা এলাকায় ।
এদিন ড. সুশান্ত রায় তাঁর দফতরে এক সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘শহরের আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি । যেই এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাকে চিহ্নিত করে এলাকা ধরে ধরে মাইক্রো কনটেনমেন্ট জোন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । ভোট গণনার পরেই এই সিদ্ধান্ত পালন করা হবে কেন্দ্র সরকারের নির্দেশে ।’’