পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রত্যেক থানার ডিউটি অফিসারদের দেওয়া হল মোবাইল - জলপাইগুড়ি জেলা

জলপাইগুড়ির প্রত্য়েকটি থানা ও ফাঁড়ির জন্য় চালু হল নতুন মোবাইল নম্বর৷ ল্য়ান্ডলাইনে পুলিশের সঙ্গে যোগাযোগ না করা গেলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ‘কল’ করা যাবে৷ ডিউটি অফিসারদের কাছে থাকবে ওই মোবাইল৷ 24 ঘণ্টাই খোলা থাকবে নতুন মোবাইল নম্বরগুলি৷

new mobile numbers for police stations
প্রত্যেক থানার ডিউটি অফিসারদের দেওয়া হল মোবাইল

By

Published : Jan 29, 2021, 7:44 PM IST

জলপাইগুড়ি, 29 জানুয়ারি: আমজনতার সঙ্গে দূরত্ব ঘোচাতে তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ৷ জেলার সবক’টি থানা ও আউটপোস্টের জন্য চালু হল নতুন মোবাইল নম্বর৷ পুলিশ সূত্রে খবর, সবসময় ল্যান্ডলাইনে সাধারণ মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে না৷ সেই কারণেই প্রত্যেকটি থানায় মোবাইলের ব্যবস্থা করা হয়েছে৷ জেলার প্রত্যেকটি থানার ডিউটি অফিসারদের কাছে থাকবে ওই মোবাইল৷ থানার ল্য়ান্ড লাইনে যোগাযোগ করতে না পারলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে৷

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া জানান, বিশেষ করে বর্ষাকালে সাধারণ মানুষের ল্যান্ড লাইনে ফোন করতে সমস্যা হয়৷ তাই প্রত্যেক থানাকে একটি করে মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ডিউটি অফিসারের কাছে ওই মোবাইল থাকবে। আমরা লক্ষ্য করেছি, অনেক সময়েই ল্যান্ডলাইন কাজ করে না৷ এ বিষয়ে আমজনতার তরফে বহুবার পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে৷ তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ৷ সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলি 24 ঘণ্টাই খোলা থাকবে৷

আরও পড়ুন:হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা

নীচে জেলার থানাগুলির নতুন মোবাইল নম্বর দেওয়া হল৷

জলপাইগুড়ি কোতয়ালি থানা- 8653003841
মানিকগঞ্জ আউটপোস্ট - 8653003842
রাজগঞ্জ থানা- 8653003843
বেলাকোবা আউটপোস্ট -8653003844
ময়নাগুড়ি থানা - 8653003845
ধুপগুড়ি থানা- 8653003846
বানারহাট থানা- 8653003847
বিন্নাগুড়ি আউটপোস্ট - 8653003848
চামুর্চি আউটপোস্ট - 8653003849

নাগরাকাটা থানা- 8653003850
মেটেলি- 8653003851
চালসা আউটপোস্ট - 8653003852
মালবাজার থানা- 8653003853
ক্রান্তি আউটপোস্ট - 8653003854
মহিলা থানা - 8653003855
সাইবার থানা- 8653093856

ABOUT THE AUTHOR

...view details