পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে উদ্ধার গোরু, গ্রেপ্তার 3

21টি গোরু নিয়ে একটি ট্রাক পাচারের উদ্দেশে যাচ্ছিল ৷ আজ ভোরে ময়নাগুড়ি থানার পুলিশ ট্রাকটি আটক করে গোরুগুলিকে উদ্ধার করে ৷ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

cow trafficking in Jalpaiguri
উদ্ধারের পর গরু

By

Published : Feb 13, 2020, 7:13 PM IST

জলপাইগুড়ি, 13 ফেব্রুয়ারি : তিন গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ ৷ আজ ভোরে একটি ট্রাকে করে গোরু পাচারের সময় পুলিশ ট্রাকটিকে আটক করে ৷ তিনজনকে গ্রেপ্তার করা হয় ৷

আজ ভোরে দোমোহানি মোড়ে গোরু নিয়ে য়াওয়ার সময় একটি ট্রাক আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ IC অসীম গোপ জানান, আটক ট্রাক থেকে 21টি গোরু উদ্ধার করা হয়েছে ৷ সেগুলিকে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ৷ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ নাম সহিদুল হক, লাবু হুসেন ও এনামুল হক ৷ ধৃতদের বাড়ি ধূপগুড়ির পূর্ব আলতা গ্রামে ৷ পুলিশ সূত্রে খবর, পাচারকারীদের কাছে গাড়ির কোনও বৈধ কাগজ ছিল না ৷ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷

ময়নাগুড়িতে উদ্ধার হওয়া গোরু

ABOUT THE AUTHOR

...view details