জলপাইগুড়ি , 16 নভেম্বর : অপরিশোধিত তেল চুরির অভিযোগে জলপাইগুড়িতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ অত্যাধুনিক মেশিন দিয়ে তেলের পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম রোশন দাস (35) । পুলিশের সন্দেহ এই ঘটনার পেছনে একটি চক্র রয়েছে ।
জলপাইগুড়ির সরকার পাড়ায় চক্রের পান্ডা রোশনের বাড়ি ৷ IOC (ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন)- র পাইপ লাইন থেকে তেল চুরি চলছিল ৷ গতরাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার রাতে পুলিশ রোশনের বাড়িতে অভিযান চালায় ৷ 9 টি ড্রাম ভরতি তেল উদ্ধার হয়েছে ।