- সন্ধে 7টা পর্যন্ত ভোট পড়ল আশি শতাংশ ৷
Dhupguri Bye Election: শান্তিতেই মিটল ধূপগুড়ির উপনির্বাচন, 7টা পর্যন্ত ভোট পড়ল আশি শতাংশ
Published : Sep 5, 2023, 7:55 AM IST
|Updated : Sep 5, 2023, 7:42 PM IST
19:41 September 05
দেশের 6টি রাজ্যের 7টি আসনে হল উপনির্বাচন ৷ রাজ্যে ধূপগুড়ি বিধানসভা আসনে শান্তিতেই ভোট হয়েছে ৷
17:30 September 05
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 75.82 শতাংশ ৷
15:52 September 05
- বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 63.45 শতাংশ ৷
14:05 September 05
- বেলা 1টা পর্যন্ত ভোট পড়ল 51.12 শতাংশ ৷
12:55 September 05
- বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 34.26%৷
11:35 September 05
- জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত জানালেন, নির্বাচন কমিশনের গাইডলাইন নেমেই বুথে একজন পুলিশ কর্মীকে রাখা হয়েছে ৷ ভোটারদের লাইন ঠিক করার জন্য তাকে মোতায়েন করা ।
11:34 September 05
- বিজেপির প্রার্থী তাপসী রায়ের অভিযোগ, বুথে রাজ্য পুলিশ রয়েছে । কোনওভাবেই রাজ্য পুলিশ রাখা যাবে না ।
10:56 September 05
- ‘‘ইভিএমের বোতামে হাত দিলে বুথের আলো কমে যাচ্ছে । বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারানোর চক্রান্ত চলছে ৷’’ অভিযোগ ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদানকারী মিতালী রায়ের । 15/203 নং ভোটগ্ৰহণ কেন্দ্রে ভোট দিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক ।
09:31 September 05
- সকাল 9টা পর্যন্ত 14 শতাংশ ভোট পড়ল ধূপগুড়িতে ৷
09:21 September 05
বিরোধীদের নিশানায় বিজেপি
- অভিযোগ, পদ্মশিবিরের কর্মীরা ভোটগ্রহণের নির্দেশিকা লঙ্ঘন করছে ৷ 100 মিটার বৃত্তের মধ্যেই জমায়েত করছে তারা ৷
09:20 September 05
ঝারাল্টাগ্রাম-1 গ্রাম পঞ্চায়েতে গোলমাল
- স্থানীয়দের অভিযোগ, বুথের মধ্যে সমস্যা করছে সিআরপিএফ কর্মীরা ৷
08:36 September 05
খারাপ ভিভিপ্যাট
- 15/110, 15/112 পোলিং স্টেশনে মোক পোল শুরু হতেই ইভিএম সমস্যা । ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও শুরু হয়নি ভোটগ্রহণ ।
08:34 September 05
- মোট 30 কোম্পানি আধাসামরিক বাহিনী ধূপগুড়ি উপ-নির্বাচনে মোতায়েন করা হয়েছে । 260টি বুথে মোট ভোটগ্রহণ কর্মীর সংখ্যা 1200 জন । এর মধ্যে 20 শতাংশ কর্মীকে রিজার্ভে রাখা হয়েছে । ভাগ্য নির্ধারণ হবে 7 প্রার্থীর ৷
08:30 September 05
কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
- জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, মোট 260টি বুথের মধ্যে 72টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । প্রতিটি বুথেই নিরাপত্তার জন্য 4 জন করে আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে । 260টি বুথেই ক্যামেরার পাশাপাশি ওয়েবকাস্টিয়ের মাধ্যমে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন ।
08:19 September 05
- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 69 হাজার 416 জন। মহিলা ভোটার রয়েছেন 1 লক্ষ 31 হাজার 308 জন ৷ পুরুষ ভোটার রয়েছেন 1 লক্ষ 37 হাজার 574 জন । এছাড়াও এর মধ্যে 3জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।
07:52 September 05
- শান্তিপূর্ণভাবে শুরু হল ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচন ৷ 2021 সালে ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ তাঁর কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী মিতালি রায় ৷ অতি-সম্প্রতি তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন ৷
07:48 September 05
- উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মলচন্দ্র রায় ৷ তিনি ইতিহাসের অধ্যাপক ৷ বিজেপির প্রার্থী শহিদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় ৷ বামফ্রন্টের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায় ৷ কংগ্রেস নিজে প্রার্থী না-দিয়ে সিপিএম প্রার্থীকে সমর্থন করেছে ৷
07:45 September 05
- গত জুন মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিষ্ণুপদ রায়ের ৷ তাঁর অকাল প্রয়াণের পর নির্বাচন কমিশন ধূপগুড়িতে উপ-নির্বাচন ঘোষণা করে ৷