জলপাইগুড়ি, 13 অগস্ট: "ভারতের মাটিতে বাঁচতে চাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে রাজ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আজাদির এই অমৃত মহোৎসবের আনন্দ আমরা এভাবেই নিতে চাই ৷" ভিডিয়ো বার্তায় এমনটাই দাবি জীবন সিংয়ের (KLO Chief Jeevan Singh's Video Viral on 75 Years of Independence)।
বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁদের পাশে রয়েছে বলেও দাবি করেছেন জীবন সিং। অপারেশন ফ্ল্যাশ আউটের পর 30 বছর ধরে পালিয়ে থাকা কেএলও প্রধানের সুর অনেকটাই নরম হল। ভারতের মাটিতে বাঁচার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
জীবন সিংয়ের ভাইরাল হওয়া ভিডিয়োতে তিনি দাবি করেন, "আমরা এখনও ভাষার স্বীকৃতি পেলাম না। ভারত সরকার কোচ কামতাপুর জনগণের দুঃখদুর্দশা বোঝা তো দূরের কথা রাজনৈতিক আশা আকাঙ্খাও পূরণ করেনি। কোচ কামতাপুরের সংগ্রামী জনগণের ওপর চালালো অপারেশন কামতাপুর, অপারেশন ভুটান ফ্ল্যাশ আউটও চালানো হয়। আমরাও চাই এই মাটিতে বাঁচতে। আজ কোচ কামরাপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন পৃথক রাজ্যের জন্য। সঙ্গে বিধায়ক, সাংসদরাও জোটবদ্ধ হয়েছেন।"