জলপাইগুড়ি, 19 অগস্ট :কোভিডবিধি ভেঙে জমায়েত ও পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগে 250 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ । তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে ।
পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ তাঁর সঙ্গে থাকা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার । একই সঙ্গে ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।
আরও পড়ুন :BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কনভয়ের সঙ্গে নারায়ণী সেনার কর্মীরা ছিলেন । আজ, ময়নাগুড়ি ধর্মশালাতে নারায়ণী সেনাকে আটকে দেয় পুলিশ । এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, গাড়ির কাঁচ ভাঙা হয় । নিশীথ সেখান থেকে চলে যান । এরপর ইন্দিরা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিধায়ক-সহ নারায়ণী সেনার কর্মীরা । এদিন নিশীথের সঙ্গে থাকা নারায়ণী সেনাকে ছাড়াতে থানায় আসেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় । পুলিশ সুপার সাংসদের সঙ্গে দেখা না করায় তিনি থানাতেই ধর্নায় বসেন পড়েন ৷ পরে পুলিশ সুপার দেখা করেন ।