জলপাইগুড়ি , 5 এপ্রিল : প্রধানমন্ত্রীর অনুরোধ রাখতে আজ দেশবাসী মোমবাতি জ্বালাবেন ৷ তার আগে শহরবাসীকে সচেতন করতে এগিয়ে এলেন জলপাইগুড়ি দমকল বিভাগের কর্মীরা ।
শহরবাসীর মতে , দীপাবলিতে জলপাইগুড়িতে আতসবাজির সময়ও এমন মাইকিং হয়নি। তবে এমনভাবে মোমবাতি জ্বালালোর ক্ষেত্রে, দমকলকর্মীদের সাবধানতার মাইকিং করা প্রশংসার দাবি রাখে ।
আজ রাত ন'টায় দেশবাসীকে মোমবাতি জ্বালানোর জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী । মোমবাতি জ্বালালে দুর্ঘটনা ঘটতে পারে। তাই কীভাবে মোমবাতি জ্বালাবেন শহরবাসী, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা মাইকিং করে ঘোষণা করছেন জলপাইগুড়ির দমকলকর্মীরা ।
শহরের পোস্ট অফিস মোড়, কদমতলা, মাসকালাইবাড়ি, ইন্দিরা কলোনি রায়কতপাড়া, রেসকোর্স পাড়া সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে এমনকী প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে মোমবাতি জ্বালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলছেন দমকলকর্মীরা । টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন ।