জলপাইগুড়ি, 17 অক্টোবর:মাল নদীতে (Mal River) ভাসান বিপর্যয়ের (Jalpaiguri Immersion Accident) জেরে টনক নড়ল জলপাইগুড়ি জেলা পুলিশের (Jalpaiguri District Police) ৷ খরস্রোতা মূর্তি নদীতে (Murti River) নামার উপর জারি করা হল নিষেধাজ্ঞা (Prohibition) ৷ ইতিমধ্যেই মূর্তি নদীর তীরে জেলা পুলিশের তরফে এই নিয়ে একটি বোর্ড লাগানো হয়েছে ৷ তাতে যথাক্রম হিন্দি, বাংলা এবং ইংরেজিতে বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে ৷ একইসঙ্গে জানানো হয়েছে, পাহাড়ি এই নদীতে নামা নিষিদ্ধ ৷ যদিও বাংলা সতর্কবার্তায় একাধিক বানান বিভ্রাটও নজরে এসেছে !
গত 5 অক্টোবর ছিল বিজয়া দশমী ৷ ওই দিনই প্রথা মেনে মালবাজারের মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের প্রক্রিয়া চলছিল ৷ সেই সময় হঠাৎই নদীতে হড়পা বান আসে ৷ ভেসে যান প্রায় 30 জন ৷ তাঁদের মধ্যে বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও প্রাণ যায় আটজনের ৷ এই ঘটনায় জেলা পুলিশ ও প্রশাসন দায় ঝেড়ে ফেলতে মরিয়া হলেও তাতে সমালোচনা ঠেকানো যায়নি ৷ বর্ষার মরশুমে কেন এত মানুষকে নদীতে নামতে দেওয়া হল, কেন সেখানে বিসর্জনের অনুমতি দেওয়া হল এবং কেনই বা বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতিপথ আটকানো হল, এমন অনেক প্রশ্ন উঠেছে ৷ যার কোনও উত্তর প্রশাসনের তরফে মেলেনি ৷