জলপাইগুড়ি, 3 ডিসেম্বর: বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার (Sitalkuchi Firing Case) ঘটনায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । মামলার পরবর্তী শুনানির দিন সব পক্ষকে সার্কিট বেঞ্চে ডাকা হয়েছে (jalpaiguri circuit bench of calcutta high court summons state, centre and EC in sitalkuchi firing case) ৷
এই গুলি চালনাকাণ্ডে ক্ষতিপূরণ চেয়ে গত 30 নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল নিহতদের পরিবারের পক্ষ থেকে ৷ একইসঙ্গে, এই নিয়ে রাজ্য সরকারের সিআইডি তদন্ত কোন পথে চলছে তাও জানতে চাওয়া হয়েছে এই আবেদনে ৷ মামলা ট্রান্সফারের পরে বর্তমানে এই আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷ শুক্রবার সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে মামলাটি ওঠে । এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনের জবাব তলব করেছেন ৷ এদিন বিচারক নির্দেশ দেন, সব পক্ষের প্রতিনিধিকে ওই দিন সার্কিট বেঞ্চে হাজির থাকতে হবে ৷