পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cal HC on BJP Candidate: পঞ্চায়েত নির্বাচনে জয়ী নিখোঁজ বিজেপি প্রার্থীকে খুঁজে আনতে হবে, পুলিশকে নির্দেশ আদালতের

31 জুলাই থেকে পাওয়া যাচ্ছে না জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা রায় ও তাঁর স্বামী অমর রায়কে ৷ অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাস তাঁদের নিজের বাড়িতে আটকে রেখেছেন ৷ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, আজ সকাল সাড়ে 10টার মধ্যে তাঁদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে নিয়ে আসতে হবে ৷

ETV Bharat
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

By

Published : Aug 9, 2023, 9:35 AM IST

Updated : Aug 9, 2023, 9:51 AM IST

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পুলিশকে নিখোঁজ জয়ী বিজেপি প্রার্থীকে খুঁজে আনার নির্দেশ দিয়েছে

জলপাইগুড়ি, 9 অগস্ট: নিখোঁজ বিজেপি প্রার্থী ৷ বুধবার সকাল সাড়ে 10টার মধ্যে জয়ী বিজেপি প্রার্থীকে হাইকোর্টের সামনে হাজির করার নির্দেশ দেওয়া হল পুলিশকে ৷ ওই বিজেপি প্রার্থী কোথায় ? এই প্রশ্নে কোতোয়ালি থানার আইসিকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার নিখোঁজ বিজেপি প্রার্থী পূর্ণিমা দেবীর ছেলে রাহুল রায়ের দায়ের করা মামলার শুনানি ছিল ৷ তাতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের ধরনা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

গত 31 জুলাই থেকে নিখোঁজ বিজেপির গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী পূর্ণিমা রায় ৷ সাত দিন ধরে তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাস, পূর্ণিমা দেবী ও তাঁর স্বামীকে অপহরণ করেছেন ৷ রাহুলের আইনজীবী গোবিন্দ ঘোষ বলেন, "আগামিকাল (বুধবার) সকাল সাড়ে দশটার মধ্যে আদালতের সামনে সশরীরে প্রার্থী ও তাঁর স্বামীকে হাজির করতে হবে ৷ এই নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি ৷ পূর্ণিমা দেবীর মুখ থেকেই তাঁরা শুনবেন, তিনি কোথায় ছিলেন ৷ তারপর আদালত রায় দেবে ৷"

31 জুলাই রাহুল রায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাঁর বাবা ও মায়ের নিখোঁজ সম্পর্কে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, 31 জুলাই সকাল থেকে মা পূর্ণিমা রায় ও বাবা অমর কুমার রায়কে পাওয়া যাচ্ছে না ৷ তৃণমূল নেতা কৃষ্ণ দাস তাঁদের অপহরণ করেছেন ৷ রাহুলের আরও অভিযোগ, তাঁর বাবা-মাকে নিজের বাড়িতেই আটকে রেখেছেন কৃষ্ণ ৷ রাহুল তাঁদের উদ্ধার করতে গেলে তাঁকেও আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ পরে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে সক্ষম হন।

এর আগে 1 অগস্ট জয়ী বিজেপি প্রার্থীকে ফেরানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ জানা গিয়েছে, বেলাকোবা গ্রামপঞ্চায়েতের 29টি গ্রামপঞ্চায়েতের সদস্যের মধ্যে 15টি আসনে জয়ী হয়েছে বিজেপি, তৃণমূলের দখলে 12টি, 2টি আসন পেয়েছে নির্দল ৷

আরও পড়ুন: 'জয়ী প্রার্থীদের অপহরণ-খুনের হুমকি বন্ধ করুন' মমতাকে চিঠি অধীরের

বিজেপির রাজগঞ্জ পূর্ব মণ্ডলের সভাপতি হরিমোহন মণ্ডলের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের দখল নেওয়ার জন্য তৃণমূল বিজেপি কর্মীদের অপহরণ করেছে ৷ এদিকে অপহরণের অভিযোগ আগেই অস্বীকার করেছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস ৷ তাঁর দাবি, পূর্ণিমা রায় ও তাঁর স্বামী অমর কুমার রায় তৃণমূলে যোগ দিয়েছেন ৷

Last Updated : Aug 9, 2023, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details