পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে রাহুলকে দেখে জয়শ্রীরাম স্লোগান ছাত্রদের

স্কুলে রাহুল সিনহাকে ঢুকতে দেখেই জয়শ্রীরাম বলে ওঠে কয়েকজন ছাত্র ৷

রাহুল সিনহা

By

Published : Jul 30, 2019, 9:03 PM IST

Updated : Jul 31, 2019, 3:54 PM IST

জলপাইগুড়ি, 30 জুলাই : স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ৷ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন BJP নেতা রাহুল সিনহা ৷ আর তাঁকে স্কুলে ঢুকতে দেখেই জয়শ্রীরাম স্লোগান দিতে শুরু করল কয়েকজন ছাত্র ৷ কেউ কেউ বলছে, স্কুলেও এই স্লোগান কেন? যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অবগত নয় বলে জানিয়েছে ৷

সারাদেশের সঙ্গে রাজ্যজুড়ে চলছে BJP-র সদস্যতা অভিযান ৷ সেইসঙ্গে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি ৷ আজ দুপুরে জলপাইগুড়ির বালাপাড়া তিস্তার চর এস পি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাহুল সিনহা ৷ উল্লেখ্য, ধর্মদেব হাইস্কুল ও বালাপাড়া তিস্তার চর এস পি প্রাথমিক বিদ্যালয় একই কম্পাউন্ডের মধ্যে ৷ রাহুল যখন স্কুলে ঢুকছিলেন সেসময় BJP কর্মী-সমর্থকরা শঙ্খ ধ্বনি দেন৷ ধর্মদেব হাইস্কুলের কয়েকজন ছাত্র রাহুলকে দেখে জয়শ্রীরাম বলতে শুরু করে ৷ রাহুলের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি গোস্বামী ৷ তিনি ভারত মাতা কী জয় বললে ফের ছাত্ররা জয়শ্রীরাম বলে ৷

দেখুন ভিডিয়ো

ধর্মদেব হাইস্কুলের শিক্ষক হিমাদ্রী রায় বলেন, "এটা আমরা বলতে পারব না ৷ আমরা কিছু জানি না ৷ প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল ৷ দু'টো স্কুল আলাদা ৷ আমরা দেখলাম ঘটনাটা ৷ কিন্তু বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে পারছি না ৷ বিষয়টা প্রধান শিক্ষক বলতে পারবেন ৷"

রাহুল বলেন, "আজ স্কুলে বৃক্ষরোপণ করা হয়েছে ৷ ওখানে আমরা কোনও পতাকা নিয়ে ঢুকিনি ৷ কর্মকর্তা যাঁদের হাতে পতাকা ছিল তাঁরা স্কুলের বাইরে দাঁড়িয়েছিলেন ৷ আর জয়শ্রীরাম তো ঘরে ঘরে চলছে ৷ কারণ জয়শ্রীরাম শুনলে মমতা যত পালাবে বাচ্চারা তত বেশি করে বলবে ৷ "

Last Updated : Jul 31, 2019, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details