জলপাইগুড়ি, 30 জুলাই : স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ৷ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন BJP নেতা রাহুল সিনহা ৷ আর তাঁকে স্কুলে ঢুকতে দেখেই জয়শ্রীরাম স্লোগান দিতে শুরু করল কয়েকজন ছাত্র ৷ কেউ কেউ বলছে, স্কুলেও এই স্লোগান কেন? যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অবগত নয় বলে জানিয়েছে ৷
সারাদেশের সঙ্গে রাজ্যজুড়ে চলছে BJP-র সদস্যতা অভিযান ৷ সেইসঙ্গে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি ৷ আজ দুপুরে জলপাইগুড়ির বালাপাড়া তিস্তার চর এস পি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাহুল সিনহা ৷ উল্লেখ্য, ধর্মদেব হাইস্কুল ও বালাপাড়া তিস্তার চর এস পি প্রাথমিক বিদ্যালয় একই কম্পাউন্ডের মধ্যে ৷ রাহুল যখন স্কুলে ঢুকছিলেন সেসময় BJP কর্মী-সমর্থকরা শঙ্খ ধ্বনি দেন৷ ধর্মদেব হাইস্কুলের কয়েকজন ছাত্র রাহুলকে দেখে জয়শ্রীরাম বলতে শুরু করে ৷ রাহুলের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি গোস্বামী ৷ তিনি ভারত মাতা কী জয় বললে ফের ছাত্ররা জয়শ্রীরাম বলে ৷