জলপাইগুড়ি, 17 অক্টোবর: আবারও বিতর্কে জড়াল ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন (IMA)। সমাজপাড়ার কালীপুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল আইএমএ কর্তৃপক্ষের বিরুদ্ধে । 75 বছর ধরেই ব্রাক্ষ্ম সমাজের মাঠেই কালীপুজো হয়ে আসছে বলে জানান স্থানীয়রা ।
দুর্গাপুজো করা নিয়ে এর আগে আপত্তি করেছিল আইএমএ । আলোচনার মাধ্যমে পুজোর অনুমতি দিলেও এবার ফের কালীপুজো করতে দেওয়া হবে না বলে কমিটির ব্যানার খুলতে পুলিশ পাঠালো আইএমএ কর্তৃপক্ষ বলে অভিযোগ । সরাসরি এই অভিযোগের তীর জলপাইগুড়ির চোখের চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে ।
সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় । পুজো কমিটির দাবি, 75 বছর থেকে শ্যামা পুজো হয়ে আসছে সমাজ পাড়ার, সেটা ব্রাহ্ম সমাজের মাঠেই । বর্তমানে সেই মাঠের মালিকানা আইএমএ দাবি করে মাঠ ঘেরাও এর সিদ্ধান্ত নিয়েছিল দুর্গা পুজোর আগে । স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আইএমএ (Indian Medical Association) আশ্বাস দিয়েছিল সমাজ পাড়ার মাঠে দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে । কিন্তু পরবর্তীতে আর লিখিত দেওয়া হয়নি বলে অভিযোগ । এখন কালীপুজোর প্রস্তুতি চলছিল আর পুলিশ এসে মাঠ থেকে ব্যানার খুলে দিতে বলেছে বলে দাবি করেছে পুজো কমিটি (IMA accused of stalling Samajpara Kali Puja in 75 year) ।