জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর : রাজ্যে শিশুদের মধ্যে অজানা জ্বরের প্রকোপ বেড়েই চলেছে ৷ আর সেই তালিকায় সবার আগে রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলি ৷ তাই এবার উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে শিশুদের চিকিৎসায় পরিষেবায় বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার ৷ ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসেস একটি নির্দেশিকা জারি করেছে ৷ যেখানে রাজ্যের 77টি সরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসায় শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
সরকারি ওই নির্দেশিকায় বলা হয়েছে, 77টি হাসপাতালে মোট 3, 816টি শিশু চিকিৎসার শয্যা, এসএনসিইউ-গুলিতে 2438টি শয্যা, পিআইসিইউ (পিকু)-তে 229টি শয্যা এবং এনআইসিইউ (নিকু)-তে 184টি শয্যা বাড়ানোর কথা বলা হয়েছে ৷ প্রসঙ্গত, এর মধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 50টি নতুন শিশু চিকিৎসার জন্য সাধারণ শয্যা বাড়াতে বলা হয়েছে ৷ এসএনসিইউ-তে 26টি শয্যা, পিকু-তে 10টি শয্যা তৈরির কথা বলা হয়েছে ৷ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে 63টি শিশু চিকিৎসার শয্যা এবং এসএনসিইউ-কে 28টি শয্যা বাড়ানো হবে ৷
আরও পড়ুন : Child Fever : পরিকাঠামোর অভাব, পুরুলিয়া মেডিক্যালের শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের