পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Fever: অজানা জ্বরে শিশুদের চিকিৎসায় উত্তরবঙ্গের হাসপাতালে শয্যা বাড়াতে নির্দেশ রাজ্যের - জলপাইগুড়ি

রাজ্যে শিশুদের অজানা জ্বরের মোকাবিলায় 77টি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসেস ৷ যেখানে শিশুদের চিকিৎসায় প্রতিটি হাসপাতালে এসএনসিইউ, পিআইসিইউ (পিকু), এনআইসিইউ (নিকু)-র সংখ্যা বাড়াতে বলা হয়েছে ৷

health-department-instructed-to-all-government-hospitals-increase-beds-for-pediatrics
অজানা জ্বরে শিশুদের চিকিৎসায় উত্তরবঙ্গের হাসপাতালে শয্যা বাড়াতে নির্দেশ রাজ্যের

By

Published : Sep 22, 2021, 5:56 PM IST

জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর : রাজ্যে শিশুদের মধ্যে অজানা জ্বরের প্রকোপ বেড়েই চলেছে ৷ আর সেই তালিকায় সবার আগে রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলি ৷ তাই এবার উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে শিশুদের চিকিৎসায় পরিষেবায় বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার ৷ ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসেস একটি নির্দেশিকা জারি করেছে ৷ যেখানে রাজ্যের 77টি সরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসায় শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

সরকারি ওই নির্দেশিকায় বলা হয়েছে, 77টি হাসপাতালে মোট 3, 816টি শিশু চিকিৎসার শয্যা, এসএনসিইউ-গুলিতে 2438টি শয্যা, পিআইসিইউ (পিকু)-তে 229টি শয্যা এবং এনআইসিইউ (নিকু)-তে 184টি শয্যা বাড়ানোর কথা বলা হয়েছে ৷ প্রসঙ্গত, এর মধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 50টি নতুন শিশু চিকিৎসার জন্য সাধারণ শয্যা বাড়াতে বলা হয়েছে ৷ এসএনসিইউ-তে 26টি শয্যা, পিকু-তে 10টি শয্যা তৈরির কথা বলা হয়েছে ৷ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে 63টি শিশু চিকিৎসার শয্যা এবং এসএনসিইউ-কে 28টি শয্যা বাড়ানো হবে ৷

আরও পড়ুন : Child Fever : পরিকাঠামোর অভাব, পুরুলিয়া মেডিক্যালের শিশুবিভাগে বিক্ষোভ পরিজনদের

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 42টি নতুন শিশু চিকিৎসার শয্যা, এসএনসিইউ-তে 20টি শয্যা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে 30টি শিশু চিকিৎসার শয্যা এবং এসএনসিইউ-তে 27টি শয্যা বাড়াতে বলা হয়েছে ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসেসের তরফে ৷ প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শুরুতে জলপাইগুড়ি জেলায় শতাধিক শিশু অজানা জ্বরে আক্রান্ত হয় ৷ তাদের জেলা সদর হাসপাতাল এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে দুই থেকে তিন জন শিশুকে রেখে চিকিৎসা করা হয়েছে ৷

আরও পড়ুন : Child Fever : বাড়ছে শিশুদের জ্বরের প্রকোপ, আতঙ্কে মালদা মেডিক্যালে উপচে পড়ছে ভিড়

বিষয়টি জানাজানি হতেই স্বাস্থ্য় দফতরের নির্দেশে বিশেষজ্ঞ দল জলপাইগুড়ি হাসপাতাল পরিদর্শন করতে যায় ৷ সেখানে গিয়ে এক শয্যায় একাধিক শিশুর চিকিৎসা হতে দেখে উষ্মাপ্রকাশ করে ৷ বিশেষদজ্ঞ দল স্বাস্থ্য দফতরে রিপোর্ট জমা দিতেই শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে ৷

আরও পড়ুন : Child Fever: অজানা জ্বর মোকাবিলায় শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের

ABOUT THE AUTHOR

...view details