মেটেলি, 4 অগাস্ট: কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত ব্যক্তি ৷ অভিযুক্ত সম্পর্কে কিশোরীর দাদু ৷ ডুয়ার্সের মেটেলি থানা এলাকার ঘটনা ৷
মেটেলি এলাকার একটি চা বাগানে বছর ষোলোর ওই কিশোরী নিজের দাদু-দিদিমার সঙ্গে থাকত ৷ বিগত এক বছর ধরে ওই কিশোরীকে শারীরিক নিগ্রহ করত তার দাদু ৷ 27 জুলাই ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে ধর্ষণ করে তার দাদু ৷ সেইসময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে ঘটনার কথা কাউকে না জানানোর হুমকি দেয় অভিযুক্ত ৷ পরে গোটা বিষয়টি নির্যাতিতা কিশোরী গোপনে স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে জানায় ৷ ঘটনার কথা জানাজানি হতেই গতকাল এলাকার প্রধান, উপপ্রধান , গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সমাজকর্মী মেনুকা সাহা ওই কিশোরীর বাড়িতে যান ৷ তাঁদের সাহায্যেই কিশোরী পুলিশে অভিযোগ দায়ের করে ৷