জলপাইগুড়ি, 5 জুন:ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এরই মাঝে জলপাইগুড়িতে মালগাড়ি থেকে খুলে গেল একটি বগি-সহ গার্ডের কেবিন । সেটিকে লাইনে ফেলে রেখে ছুটে চলল ইঞ্জিন-সহ মালগাড়ি । পরে বিষয়টি পার্শ্ববর্তী রেল স্টেশনের নজরে আসায় তৎপর হয় রেল । ঘটনাটি ঘটেছে রবিবার ধূপগুড়ি ব্লকের আলতাগ্রাম স্টেশনের কাছে ।
জানা গিয়েছে, একটি মালগাড়ি ওই দিন ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে থেকে যাচ্ছিল ৷ সেই সময় আলতাগ্রাম স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে । ট্রেনের পেছনের দিকে থাকা একটি বগি এবং গার্ড কেবিনকে ফেলে রেখে চলে যায় মালগাড়িটি ৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আলতাগ্রাম স্টেশনে থাকা কর্তব্যরত আধিকারিক ও ফেলে আসা বগিতে থাকা গার্ডের নজরে আসে ৷ গার্ড এরপর যোগাযোগ করেন মালগাড়ির চালকের সঙ্গে ৷ গার্ডের থেকে বিষয়টি জানতে পেরে মালগাড়িটি দাঁড়িয়ে যায় এবং পিছিয়ে এসে বগি-সহ কেবিন নিয়ে ফের গন্তব্যের দিকে রওনা হয়। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিসিএম এস উমেশ জানান, কাপলিং খুলে গিয়ে এই ঘটনা ঘটেছে । পরে সেটি ঠিক করে মালগাড়িটি আবার রওনা দেয়।