জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি শহর লাগোয়া ছোটো মোহিতনগর স্টেশনকে (Mohitnagar Railway Station) এবার পণ্য পরিবহণের (Goods transport) কাজে লাগাতে চলেছে রেল । এর জন্য গত বছর জুন মাসে স্টেশনের সাইডিং ডেভেলপমেন্টের কাজ করা হয় ৷ এরপরে শনিবার ওই স্টেশন থেকে কন্টেনারের রেক চলাচলের কাজ শুরু করা হল । যার উদ্বোধন করলেন রেলের কাটিহার ডিভিশনের জেনারেল ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী । শুধু তাই নয়, সামনেই রানিনগর শিল্পাঞ্চল । সেই দিকে অন্যান্য বহুজাতিক বেসরকারি কোম্পানিগুলিও-এর সুবিধা পাবে বলে মনে করছেন তিনি ।
জলপাইগুড়ি রানিনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিকরণের কাজ জুন-জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে । শনিবার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী লোডিং ও আনলোডিং-এর জন্য রেলের কনটেনার রেক লোডিং চালু হল মোহিতনগরে । যাতায়াতের সুবিধার জন্য অম্বিকা নগর ও রাঙাপানিতে রেলওয়ে ওভারব্রিজ করা হবে । এমনকী অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে হলদিবাড়ি ও জলপাইগুড়ি টাউন, স্টেশনকে আরও উন্নত করা হবে বলে জানালেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শুভেন্দুকুমার চৌধুরী (Divisional Railway Manager Subhendu Kumar Choudhury)।