জলপাইগুড়ি, 13 মার্চ : বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । এদিন জাতীয় সড়ক থেকে 10 লাখ টাকার গাঁজা উদ্ধার হয়েছে । গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে চারজন ।
10 লাখ টাকার গাঁজা পাচারের অভিযোগ, ধৃত 4
বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। কোতয়ালি থানার পুলিশ জাতীয় সড়ক থেকে এদিন দুটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার 10 লাখ টাকার গাঁজা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ গোশালা মোড়ে দুটি বিলাসবহুল গাড়ি আটকায় । ওই গাড়ির সিটের গোপন কক্ষ থেকে উদ্ধার হয় গাঁজা । ত্রিপুরার আগরতলা থেকে বিহার যাবার পথে গাঁজা উদ্ধার করে পুলিশ । একটি গাড়িতে 60 কেজি ও অন্য গাড়িতে 25 কেজি গাঁজা উদ্ধার হয় । মোট 85 কেজি গাঁজা গাড়ির মধ্যেই গোপন চেম্বারের রাখা ছিল । গ্রেপ্তার হওয়া চার গাঁজা পাচারকারী হলেন শিলিগুড়ির বাসিন্দা বাবলু বসাক (32), দিনহাটার বাসিন্দা সুভাষ রায় (23), ত্রিপুরার বাসিন্দা সুরঞ্জন দেববর্মা (37) ও কোচবিহারের বাসিন্দা উত্তম রায় (36) ।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ওই গাঁজার আনুমানিক মূল্য প্রায় 10 লাখ টাকা ৷ ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে ।