জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মিনি ওটিতে অর্ধেক প্লাস্টার করে ফেলে রাখা হল শিশুকে। আউটডোরে মোবাইলের আলো জ্বালিয়ে বসে থাকল রোগীর আত্মীয়রা।
অভিযোগ, সকাল থেকে মাঝে-মধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে। হাসপাতালের জন্য থাকা জেনারেটরও ঠিকমতো কাজ করছে না। মিনি ওটিতে বিদ্যুৎ না থাকায় হাত ভাঙা এক শিশুকে অর্ধেক প্লাস্টার করার পর ফেলে রাখা হয়। আউটডোরে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে বসে থাকতে হয় রোগীর আত্মীয়দের।