পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুৎ নেই, অর্ধেক প্লাস্টার করে ফেলে রাখা হল শিশুকে - hospital

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মিনি ওটিতে অর্ধেক প্লাস্টার করে ফেলে রাখা হল শিশুকে।

By

Published : Feb 25, 2019, 8:24 PM IST

জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মিনি ওটিতে অর্ধেক প্লাস্টার করে ফেলে রাখা হল শিশুকে। আউটডোরে মোবাইলের আলো জ্বালিয়ে বসে থাকল রোগীর আত্মীয়রা।

অভিযোগ, সকাল থেকে মাঝে-মধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে। হাসপাতালের জন্য থাকা জেনারেটরও ঠিকমতো কাজ করছে না। মিনি ওটিতে বিদ্যুৎ না থাকায় হাত ভাঙা এক শিশুকে অর্ধেক প্লাস্টার করার পর ফেলে রাখা হয়। আউটডোরে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে বসে থাকতে হয় রোগীর আত্মীয়দের।

শিশুটির ঠাকুমা লক্ষ্মী রায় বলেন, বিদ্যুৎ না থাকার কারণে আমার নাতির হাতের প্লাস্টার অর্ধেক করে ফেলে রাখা হয়েছে। হাসপাতালের কর্মীরা বলেন, বিদ্যুৎ না থাকায় কাজের খুব অসুবিধা হচ্ছে।

হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ABOUT THE AUTHOR

...view details