পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিতাবাঘের আতঙ্কে ময়নাগুড়ির বাসিন্দারা, পেট্রোলিংয়ের সিদ্ধান্ত বনবিভাগের - mainaguri

কয়েকদিন আগেই ময়নাগুড়িতে লোকালয়ে ঢুকে পড়েছিল চিতাবাঘ । এরপর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাই এবার পেট্রোলিং করবেন বনকর্মীরা । গতকাল ময়নাগুড়িতে BDO অফিসে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবিটি প্রতীকী

By

Published : May 11, 2019, 12:39 PM IST

Updated : May 11, 2019, 12:56 PM IST

জলপাইগুড়ি, 11 মে : মাঝেমধ্যেই দেখা পাওয়া যাচ্ছে চিতাবাঘের । আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাই এবার পেট্রোলিং করবেন বনকর্মীরা । গতকাল ময়নাগুড়িতে BDO অফিসে বৈঠক করে এই সিদ্ধান্ত নেন ময়নাগুড়ির BDO লেনডুপ ছোডেন শেরপা, গোরুমারার রেঞ্জার অয়ন চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়াসহ অন্যরা । যে সব এলাকায় চিতাবাঘ দেখা গেছে সেখানে খাঁচা পাতা হয়েছে । পাশাপাশি টহল দেবেন বনকর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ময়নাগুড়ির BDO লেনপ ছোডেন শেরপা বলেন, "ময়নাগুড়িতে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে । তাই বৈঠক করা হয়েছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে চিতাবাঘ দেখা যাচ্ছে সেখানে বনবিভাগের কর্মীরা টহল দেবেন । কেউ কোথাও চিতাবাঘ দেখলেই বনবিভাগকে খবর দেবে ।"

গোরুমারা রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী বলেন, "আজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পেট্রোলিং করবেন বনবিভাগের কর্মীরা । দুটি খাঁচা পাতা হয়েছে । আমাদের রামসাই স্কয়্যাডের কর্মীরা পেট্রোলিংয়ে থাকবেন ।"

Last Updated : May 11, 2019, 12:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details