পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

North Bengal Forests: বণ্যপ্রাণীদের নিরাপত্তায় উত্তরের জঙ্গলে বসছে হাজার ট্র্যাপ ক্যামেরা

উত্তরবঙ্গে বিভিন্ন জঙ্গলে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক বন বিভাগ ৷ বসছে প্রায় এক হাজার ট্র্যাপ ক্যামেরা ৷

ETV Bharat
ফাইল চিত্র

By

Published : Apr 22, 2023, 9:55 PM IST

জলপাইগুড়ি, 22 এপ্রিল: উত্তরবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে বন্যপ্রাণীদের উপর নজরদারির জন্য কয়েকশো ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে । বনবিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে । উত্তরবঙ্গের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে বাঘ এবং অন্যান্য বন্য প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে বন বিভাগ অতিরিক্ত এক হাজার ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ৷

ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়েছে ৷ পাশাপাশি, কয়েক বছর ধরেই গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে বেশ কয়েকবার শীতের সময় রয়্যাল বেঙ্গল টাইগার ক্যামেরা বন্দি হয়েছে । সম্প্রতি মহানন্দা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি ধরা পড়েছে ৷

এছাড়াও ট্র‍্যাপ ক্যামেরায় অনেক বিরল প্রজাতির বন্যপ্রাণীর ছবি ধরা পড়েছে । এই বন্যপ্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নজরদারির জন্যই ক্যামেরার প্রয়োজন বলে জানা গিয়েছে । আগে বেশ কয়েকবার গরুমারা, বক্সা-সহ জলদাপাড়া জাতীয় উদ্যানে চোরাশিকারিররা ঢুকে বন্যপ্রাণী হত্যা করেছে । ফলে ক্যামেরা লাগানো হলে এই বিষয়েও নজরদারি চালানো যাবে বলে ওয়াকিবহাল মহলের ধারনা । উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে বাঘের নিয়মিত দেখা পাওয়া গিয়েছে । বন বিভাগের ট্র্যাপ ক্যামেরাতে 2017 সাল থেকে প্রথম নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে বাঘের ছবি পাওয়া যায় এবং 2021 সালের ডিসেম্বর মাসে বক্সা টাইগার রিজার্ভের একটি ট্র্যাপ ক্যামেরায় একটি বাঘের ছবিও ধরা পরে । 2022 সালের ডিসেম্বর মাসে মহানন্দা অভয়ারণ্য়েও লুকনো ক্যামেরার মাধ্যমে বাঘও ধরা পড়ে ।

তথ্য বলছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প জলদাপাড়া জাতীয় উদ্যান ও গরুমারা জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি । জলদাপাড়া জাতীয় উদ্যান ও গরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা অনেক । উত্তরবঙ্গের বনাঞ্চলে শুধু বাঘ নয়, অন্যান্য বন্য প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নজরদারি বাড়াতে অতিরিক্ত প্রায় এক হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে

আরও পড়ুন:বেঙ্গল সাফারি পার্কের নতুন সদস্য হিমালয়ান ব্ল্যাক বিয়ার

এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"বারবার বাঘের দেখা এবং প্রামাণিক ছবি পাওয়া গিয়েছে । তাই আমরা এই বিষয়ে গুরুত্ব দিয়ে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছি । বাঘ ও জঙ্গলের অন্যান্য বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 1 হাজার আধুনিক ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কোর এলাকা-সহ বাফার জোনেও ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details