পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদাগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন - Fair

আজ দুপুর তিনটে নাগাদ শিয়ালদাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন লাগে । শৌচাগারের ভেন্টিলেটর থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা । খবর দেওয়া হয় রেলকর্মীদের । তাঁরা এসে আগুন নেভান ।

তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন

By

Published : Jul 28, 2019, 9:32 PM IST

জলপাইগুড়ি, 28 জুলাই : আজ দুপুর তিনটে নাগাদ শিয়ালদাগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কামরার শৌচাগারে আগুন লাগে । শৌচাগারের ভেন্টিলেটর থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা । খবর দেওয়া হয় রেলকর্মীদের । তাঁরা এসে আগুন নেভান ।

আজ নির্দিষ্ট সময়ে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি ঢুকলে যাত্রীরা দেখেন এসি কামরার শৌচাগার থেকে ধোঁয়া বেরোচ্ছে । জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারকে খবর দেওয়া হলে তিনি ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রাখেন । রেল কর্মীদের তৎপরতায় আগুন নেভে । আগুন নেভানোর 30 মিনিট পর ট্রেনটি পুনরায় রওনা দেয় ।

স্টেশন মাস্টার রতন তরফদার বলেন, "কোনও যাত্রী ট্রেনের শৌচাগারে ধূমপান করে, সিগারেটটি ভেন্টিলেটর দিয়ে ফেলে দেন । তা থেকেই আগুন লাগে । সঠিক সময়ে যাত্রীরা না দেখলে বড়সড় বিপদ ঘটতে পারত ।"

ABOUT THE AUTHOR

...view details