ধুপগুড়ি, 29 অক্টোবর: বাবাকে মদ খেতে বাধা দিয়েছিলেন যুবক ৷ রেগে গিয়ে যুবকের বুকে ছুরি মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ আহত ওই যুবকের নাম রাজেশ ভগত (33)৷ তাঁকে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকার ঘটনা ৷
মদ খেতে বাধা দেওয়ায় ছেলের বুকে ছুরি - মদ খেতে বাধা দেওয়ায় ছেলের বুকে ছুরি
বাবাকে মদ খেতে বাধা দিয়েছিলেন ছেলে ৷ রেগে গিয়ে ছেলের বুকে ছুরি বসিয়ে দিলেন বাবা ৷ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারির উত্তর কাঠুলিয়া এলাকার ঘটনা ৷
রাজেশ পেশায় দিনমজুর ৷ তিনি কেরলে কাজ করেন ৷ দুই মাস আগে বাড়িতে এসেছেন ৷ অভিযোগ, রাজেশ ভগতের বাবা বাচ্চু ভগত (57) প্রতিদিনই মদ খান ৷ রোজই বাবাকে মদ খেতে নিষেধ করতেন রাজেশ ৷ প্রতিদিনের মতো আজও মদ খেয়েছিলেন বাচ্চু ৷ দ্বিতীয়বার মদ খেতে গেলে তাকে বাধা দেন রাজেশ ৷ তখনই রাজেশের বুকে বাচ্চু ছুরি মারেন বলে অভিযোগ ৷ ছুরির আঘাতে রাজেশের বুক ও পেটের মাঝামাঝি জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় ৷
রাজেশের পরিবারের লোকেরা জানিয়েছেন, মদ খাওয়ায় নিষেধ করায় প্রায়শই বাবার সঙ্গে বিবাদ হত রাজেশের ৷ আজ ছুরি চালিয়ে দেন বাচ্চু ।