জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি: দৃশ্যমানতা কম থাকায় জরুরি অবতরণ করল একটি বেসরকারি হেলিকপ্টার । জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বাগডোগরা বিমানবন্দর যাবার পথে দৃশ্যমানতা কমে যাবার কারণে রাজগঞ্জ ব্লকের বেলাকোবার ফুলাতিপাড়ার এক ফাঁকা জায়গায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট (emergency landing of helicopter in Jalpaiguri) ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার । যান এলাকার বিধায়ক খগেশ্বর রায়ও ৷ হেলিকপ্টার দেখতে এলাকাবাসীও ভিড় জমান ওই এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই বেলাকোবা ফুলাতিপাড়া প্রাইমারি স্কুলের পাশে ফাঁকা মাঠে জরুরি অবতরণ করে ওই হেলিকপ্টারটি । সেটিতে তখন পাইলট ও কো-পাইলট ছিলেন ৷
জানা গিয়েছে, যান্ত্রিক ক্রুটি ও দৃশ্যমানতা কম থাকার কারণেই জরুরি ভিত্তিতে ওই অবতরণ করাতে বাধ্য হন পাইলট ৷ পরে ঘটনাস্থলে গিয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,"হেলিকপ্টার নামার খবর পেয়েই আমি ছুটে আসি । এসে শুনি খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেছে সেটি । গুয়াহাটি থেকে থেকে বাগডোগরা যাচ্ছিল হেলিকপ্টারটি । যাবার সময় আবহাওয়া খারাপ হয়ে যায় ।"