জলপাইগুড়ি, 15 অক্টোবর : একটি গাড়ি থেকে দেড় কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হল ৷ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম রুকমদ বিন আহমেদ (47), রশিদ আলি (38) ও মহম্মদ শামিল (33) । রুকমদ বিন আহমেদ গোলাঘাট অসামের বাসিন্দা । রশিদ আলি জোরহাট অসামের বাসিন্দা । মহম্মদ সামিল বিহারের বাসিন্দা ।
জলপাইগুড়িতে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেপ্তার 3 - মাদক পাচার
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাচ্ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । একটি গাড়িকে আটক করে বাজেয়াপ্ত করা হয় দেড় কোটির মাদক । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।
গোপন সূত্রে খবর পেয়ে আজ IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশ তিস্তা সেতু সংলগ্ন বালা পাড়ার জাতীয় সড়কে অভিযান চালাচ্ছিল । সেইসময় অসমের নম্বর প্লেটের একটি গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল । সন্দেহ হওয়ায় গাড়িটি থামায় পুলিশ । গাড়ি থেকে তিন জন ব্যক্তিকে নামিয়ে তল্লাশি করে পুলিশ । তাতেই দেড় কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ । ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই তিন জনকে ।
পুলিশ জানায়, গাড়িটির দরজা, ছাদ ও আসনের মধ্যে আলাদা চেম্বার করে পাচার করা হচ্ছিল মাদকগুলি । 20টি প্যাকেটে করে প্রায় 2 লাখ ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল । এর আনুমানিক বাজার মূল্য 1 কোটি 60 লাখ ।