ধূপগুড়ি, 18মে : হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করল ধূপগুড়ি পুরসভা । চিকিৎসক নিয়ে করোনা আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হল পুরসভার তরফ থেকে । মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে নেওয়া হয় এক অভিনব উদ্যোগ । শহরের প্রতিটি ওয়ার্ডে করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে নেওয়া হয় শারীরিক খোঁজখবর ।
এই মুহূর্তে শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 জন । এদিন চিকিৎসক অভিজিৎ দেকে সঙ্গে নিয়ে এই পরিষেবা প্রদান করে ধূপগুড়ি পুরসভা । যাঁদের ওষুধের প্রয়োজন রয়েছে তাঁদের হাতে ওষুধ তুলে দেওয়া হয় । পুরসভার এই উদ্যোগকে শহরের সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন । পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।