পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া পুরস্কার ধুপগুড়ির মিলনী গ্রন্থাগারের - beast reader

জোড়া পুরস্কার পাচ্ছে ধুপগুড়ির মিলনী গ্রন্থাগার ৷ সম্পতি রাজ্য গ্রন্থাগার দপ্তরের বিচারে জেলার সেরা গ্রন্থাগার নির্বাচিত হয়েছে ধুপগুড়ির মিলনী গ্রন্থাগার ৷ এই গ্রন্থাগারের পাঠিকা শীলা সরকার জেলার সেরা পাঠিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ৷

ধুপগুড়ির মিলনী গ্রন্থাগারের

By

Published : Aug 29, 2019, 6:34 AM IST

Updated : Aug 29, 2019, 7:19 PM IST

ধুপগুড়ি, 29 অগাস্ট: জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, একা হাতে সামলান ধুপগুড়ি মিলনী গ্রন্থাগারের গ্রন্থাগারিক রাজু রায় ৷ এবার এক সঙ্গে রাজ্যের তরফে জোড়া পুরস্কার পাচ্ছে এই গ্রন্থাগার ৷ সম্পতি রাজ্য গ্রন্থাগার দপ্তরের বিচারে জেলার সেরা গ্রন্থাগার নির্বাচিত হয়েছে ধুপগুড়ির মিলনী গ্রন্থাগার ৷ এই গ্রন্থাগারের পাঠিকা শীলা সরকার জেলার সেরা পাঠিকা হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ এক বছরে 298টি বই পড়েছেন তিনি ৷ আগামী 31 অগাস্ট কলকাতায় রাজ্য গ্রন্থাগার দপ্তরের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে ৷

ধুপগুড়ি শহরের প্রাচীন এই সরকারি গ্রন্থাগার বহু মানুষকে পথের দিশা খুঁজে দিয়েছে ৷ দীর্ঘদিন ধরে এই গ্রন্থাগারে কর্মী নেই । রয়েছেন শুধুমাত্র গ্রন্থাগারিক একা । একসঙ্গে টেবিল মোছা, বই মোছা, গ্রন্থাগারকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার কাজটি করে চলেছেন গ্রন্থাগারিক রাজু রায় । পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত রাজু রায় বলেন, "ভালো লাগছে জেলার সেরা গ্রন্থাগার হিসেবে মিলনী গ্রন্থাগার পুরস্কৃত হচ্ছেন । আরও ভালো লাগছে এই গ্রন্থাগারের পাঠিকা শীলা সরকার সেরা পাঠিকা হিসেবে পুরস্কার পাচ্ছেন । এই গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা প্রায় হাজারেরও বেশি । এখানে বই রয়েছে প্রায় 13 হাজারের কাছাকাছি । "

জেলার সেরা পাঠিকার সম্মানপ্রাপক শীলা দেবী বলেন, "বই পড়লে পুরস্কার পাওয়া যায় জানতাম না । ছোটো থেকে বই পড়তে ভালো লাগত । সেই নেশাতেই এখন বই সঙ্গী । পরিবারে আর কেউ নেই । আমি একা ৷ সেই থেকে বই পড়ি ৷"

Last Updated : Aug 29, 2019, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details