জলপাইগুড়ি, 19 জুলাই: চাকরির দাবিতে জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা ৷ পরে ধরনায় বসেন তাঁরা ৷
"লাঙল আছে, জমি নেই । চাকরি দাও নইলে জমি ফিরিয়ে দাও৷" এই স্লোগান তুলে জেলাশাসকের দপ্তরের বিক্ষোভ দেখান জমিদাতারা ৷ আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কাঁধে লাঙল নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে যান তাঁরা ৷ জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজ়ার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, "জেলায় প্রায় পাঁচ শতাধিক জমিহারা আছেন, যাঁরা বিভিন্ন সময় সরকারকে উন্নয়নের কাজে বিশেষ করে তিস্তা ক্যানেল, রাস্তা, সার্কিট বেঞ্চের জন্য তাঁদের জমি দিয়েছিলেন ৷ পরিবর্তে যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, চাকরি দেওয়ার বিষয়ে প্রশাসন উদাসীন ৷ 25-30 বছর ধরে সরকারের কোনও ভ্রূক্ষেপই নেই ৷ আমরা বিভিন্ন সময়ে আবেদন করেছি, তারপরও চাকরি মেলেনি ৷ আমাদের দাবি মানা না হলে জেলাজুড়ে আন্দোলনে নামব ৷"