পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন পর্ষদের  দাবি

আজ জলপাইগুড়ি পাহাড়পুর যুবক সংঘের মাঠে এক জনসভায় উন্নয়ন বোর্ড গঠনের পাশাপাশি নস্যশেখ সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি দেওয়ার দাবি জানায় নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি ।

Nasyashekh Unnayan Parshad
নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

By

Published : Jan 12, 2021, 9:14 PM IST

জলপাইগুড়ি, 12 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে নস্যশেখ জনজাতির জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল নস্যশেখ উন্নয়ন পরিষদ । পাশাপাশি নারায়নী রেজিমেন্টে নিয়োগের ক্ষেত্রে 30 শতাংশ সংরক্ষণ দাবি জানালেন নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি ।

এনআরসি-এর আতঙ্কে আজ নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সমাবেশে উদ্বেগ প্রকাশ করেন নস্যশেখরা । উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান, আমরা এনআরসি-এর আতঙ্কে ভুগছি । এনআরসি থেকে সুরক্ষার জন্য সরকার যাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি । বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে । নস্যশেখরা ওবিসি তালিকা ভুক্ত তাই আমাদের জন্যেও নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি করছি ।

আজ জলপাইগুড়ি পাহাড়পুর যুবক সংঘের মাঠে নস্যশেখ উন্নয়ন পরিষদের উদ্যোগে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, বিশেষ অতিথি মহম্মদ সারোয়ারদী । এদিনের সভায় নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠনের পাশাপাশি নস্যশেখ সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় । দ্রুত কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করার দাবিও করা হয়েছে ।

নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি

আরও পড়ুন : NRC আতঙ্ক থেকে মুক্তি দিক মুখ্যমন্ত্রী, দাবি নস্যশেখ সম্প্রদায়ের

নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন,"মুখ্যমন্ত্রী কোচবিহারে মেখলিগঞ্জে নারায়নী ব্যাটেলিয়ানদের জন্য সদর দপ্তর করছেন । আমরা চাই নস্যশেখদের নারায়ণী ব্যাটলীয়ানে 30 শতাংশ নিয়োগে সংরক্ষণ দিতে হবে ।" পুরানো দস্তাবেজ অনলাইনে পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে বলেও দাবি করেন বজলে রহমান ।

ABOUT THE AUTHOR

...view details