পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি কোভিড হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ - বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু

জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিরুদ্ধে বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠল । পরিবারের অভিযোগ, রোগীকে কোনও চিকিৎসক বা নার্স দেখেননি । অক্সিজেন ধীরে ধীরে কমতে শুরু করলেও হাসপাতালের পক্ষ থেকে তাকে অক্সিজেন দেওয়া হয়নি বলে অভিযোগ ।

Corona patient dies without treatment
বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যু

By

Published : Apr 21, 2021, 12:35 PM IST

জলপাইগুড়ি, 21 এপ্রিল : বিনা চিকিৎসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিরুদ্ধে । মৃত ব্যক্তির নাম রঞ্জন মিত্র(52) । অক্সিজেনের অভাবে মৃত্যু বলে অভিযোগ পরিবারের৷ ওই করোনা রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে কোতয়ালি থানার পুলিশ৷

রঞ্জন মিত্রের ভাই চন্দন মিত্রের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় রঞ্জন মিত্রের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । রাতেই তাঁকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ৷ রঞ্জন মিত্রের অক্সিজেন ধীরে ধীরে কমতে শুরু করলেও হাসপাতালের পক্ষ থেকে তাঁকে অক্সিজেন দেওয়া হয়নি বলে অভিযোগ । রঞ্জন মিত্রকে কোনও চিকিৎসক বা নার্স দেখেননি বলে মৃতের পরিবারের অভিযোগ ।

আজ পরিবারের লোকেরা হাসপাতালে দেখতে পায় রঞ্জন হাসপাতালের ভেতরে এক কোণায় বসে রয়েছেন । তড়িঘড়ি কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বললে তাঁরা রঞ্জনকে দেখতে যান । ততক্ষণে রঞ্জন মারা গিয়েছেন ৷ এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের লোকেরা । তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরিস্থিতি সামলা দিতে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করেন। পেশায় ব্যবসায়ী মৃত রঞ্জন মিত্র জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়ার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : নয়া রেকর্ড, দেশে দৈনিক আক্রান্ত প্রায় 3 লাখ; মৃত দু'হাজারের বেশি

রঞ্জন মিত্রের ভাই চন্দন মিত্র বলেন, "চিকিৎসা না পেয়ে ভাই মারা গেছে । এই কোভিড হাসপাতালে কোনও চিকিৎসা হচ্ছে না । কেউ দেখতে পর্যন্ত যায়নি । আজ সকাল আমরা বলার পর পিপিই কিট পরে ভাইকে দেখতে গেল তারপর দেখে মরে পড়ে আছে । আমরা এর বিচার চাই ।" এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details