জলপাইগুড়ি, 10 জুলাই : ঘর না মিললেও মিলল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা । জলপাইগুড়ির নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 17 জন বাসিন্দা গীতাঞ্জলি প্রকল্পে ঘর না পেলেও মুখ্যমন্ত্রীর সই করা শুভেচ্ছাবার্তা পেলেন । শুভেচ্ছাবার্তা এসেছে মানেই কাগজে কলমে সরকারি প্রকল্পের ঘরও তাঁদের দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে । এখন উপভোক্তাদের মনে প্রশ্ন তাঁদের জন্য বরাদ্দ অর্থ গেল কোথায় ? ঘরগুলোই বা গেল কোথায়? গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে নিজেদের অভিযোগের কথা জানান তাঁরা ।
গীতাঞ্জলি প্রকল্পে ঘর দেওয়ার জন্য 2017 সালে সদর পঞ্চায়েত সমিতি থেকে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 17 জন বাসিন্দার একটি নামের তালিকা তৈরি করা হয়েছিল । তাঁদের কাছ থেকে প্রকল্পের জন্য জমির কাগজপত্র থেকে শুরু করে, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি যা যা নথি প্রয়োজন সবকিছুই নেওয়া হয়েছিল । কিন্তু ঘর হাতে না পেলেও হঠাৎ এ বছর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শুভেচ্ছাবার্তা পান তাঁরা ।