জলপাইগুড়ি, 6 অগস্ট : জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে (Jalpaiguri District Magistrate office) উদ্বোধন করা হল মাতৃদুগ্ধ পান কক্ষ (Breast feeding center) ও শিশুবান্ধব কর্নারের ৷ রাজ্যে এই প্রথম কোনও জেলাশাসকের অফিসে এমন উদ্যোগ নেওয়া হল বলে জানানো হয়েছে ৷ আন্তর্জাতিক মাতৃদুগ্ধ পান সপ্তাহের মাঝেই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাশাসকের দফতরে প্রশাসন এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি’র যৌথ উদ্যোগে মাতৃদুগ্ধ পান কক্ষের সূচনা করা হয়েছে ৷ সেই সঙ্গে শিশুদের মনোরঞ্জনের জন্য শিশুবান্ধব কর্নার চালু করা হল ৷
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা এই মাতৃদুগ্ধ পান কক্ষ ও শিশুবান্ধব কর্নারের উদ্বোধন করেন । এদিন সিনি’র দায়িত্বপ্রাপ্ত সদস্য সন্তু চৌধুরী বলেন, ‘‘আমরা এবং জেলা প্রশাসন যৌথভাবে জেলাশাসকের অফিসে রাজ্যে প্রথমবার মাতৃদুগ্ধ পান এবং শিশুবান্ধব কর্নারের উদ্বোধন করলাম । আমরা চাই জেলার সবক’টি দফতরেই মাদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য একটা ব্যবস্থা হোক । এই কর্নার আইসিডিএস (ICDS) এবং ডিএসডাব্লু (DSW)-র দফতরের তত্বাবধানে চলবে ৷’’