পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Mahila Morcha Agitation: শাখা-পলা পরে টেট না-দিতে পারার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার - BJP Mahila Morcha protest

শাখা-পলা খুলে টেট পরীক্ষা (WB TET 2022) দিতে হবে । এমনই নাকি নির্দেশ দেওয়া হয়েছিল জলপাইগুড়ির গৃহবধূকে ৷ শেষমেষ তিনি তা না করায় পরীক্ষা দিতে পারেননি ৷ এবার তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha Agitation) ৷

BJP Mahila Morcha Agitation
BJP Mahila Morcha Agitation

By

Published : Dec 14, 2022, 6:54 PM IST

কোতয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর: শাখা-পলা খুলে টেট পরীক্ষা (WB TET 2022) দিতে হবে । এমনই নিয়মের বেড়াজালে পরে টেট পরীক্ষাই দেওয়া হয়নি জলপাইগুড়ির গৃহবধূর । আর আজ এই ঘটনার প্রতিবাদে কোতয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা । ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল গৃহবধূর পরীক্ষা দিতে না-পারার খবর ৷ সেই খবরের অংশ কেটে ব্যানার ছাপিয়ে তা নিয়ে বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে কোতয়ালি থানার সামনে আসেন মহিলা মোর্চার সমর্থকরা (BJP Mahila Morcha protest) ।

প্রসঙ্গত, শাখা-পলা পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছিল এক টেট পরীক্ষার্থী মৌমিতা চক্রবর্তীকে ৷ শাখা পলা খুলতে রাজি না-হওয়ায় টেট না-দিয়ে বাড়ি ফিরতে হয় তাঁকে ৷ জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে ৷ এরই প্রতিবাদে আজ জলপাইগুড়িতে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ।

এদিন জলপাইগুড়ি মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক অধিকারী অভিযোগ করে বলেন, "শাখা-পলা খুলে পরীক্ষা দিতে ঢুকতে হবে এটা কোন ধরনের নিয়ম । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । শাখা-পলা আমাদের একটা সংস্কৃতি । স্বামীর মঙ্গল কামনায় আমরা শাখা-পলা পরে থাকি । পুলিশ পরীক্ষার দিন শাখা-পলা খুলে ফেলতে বাধ্য করেছে । জলপাইগুড়ির এক মহিলা শাখা-পলা খোলেনি বলে পরীক্ষা দিতে পারেননি । রাজ্যে তালিবানী শাসন চলছে । এটা চলতে পারে না । পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না । একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এমন নির্দেশিকা কী করে দেন ।"

বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

আরও পড়ুন:শাখা-পলা না খোলায় টেট দিতে পারলেন না গৃহবধূ, শোরগোল জলপাইগুড়িতে

এদিন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ও রাজগঞ্জের আইসি পঙ্কজ সরকারের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার কোতয়ালি থানায় ঘেরাওকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details