জলপাইগুড়ি, 24 জুন: তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করা এবং নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির তরফে। বিজেপির পশ্চিম মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায়ের তরফে শনিবার ধূপগুড়ির বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা পরিষদের 6 নং আসনের প্রার্থী দীনেশ মজুমদার 15/208 নং বুথের ভোটারদের নির্বাচনী নিয়ম ভেঙে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ ঘটনায় তৃণমূল প্রার্থীপদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভোটারদের হাতে টাকা দিয়ে পা-ছুঁয়ে ভোট ভিক্ষা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একজন-দুজন ভোটার নয়, জটলা করে থাকা বেশ কিছু ভোটারের হাতে ও পকেটে টাকা গুজে দিচ্ছেন তৃণমূল প্রার্থী দীনেশ মজুমদার ৷ যদিও গোটা ভিডিয়োটি ঘিরে দীনেশ মজুমদারের সাফাই, তিনি মাজার শরিফে চাদর চড়িয়ে দু:স্থদের টাকা দান করেছেন মাত্র। তিনি ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করেননি।