পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচার শেষ, বুকে দলীয় প্রতীক লাগিয়ে বিতর্কে সৌরভ - election commission

আজ জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবের সাথে বৈঠক করতে যান সৌরভ চক্রবর্তী। সেখানে তাঁর জামায় তৃণমূলের প্রতীক চিহ্ন দেখা যায়।

সৌরভ

By

Published : Apr 17, 2019, 9:19 PM IST

জলপাইগুড়ি, 17 এপ্রিল : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী তৃণমূলের প্রতীক চিহ্ন জামায় লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই অভিযোগ তুলল BJP। আজ জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবের সাথে বৈঠক করতে যান সৌরভ চক্রবর্তী। সেখানেও তাঁর জামায় তৃণমূলের প্রতীক চিহ্ন দেখা যায়।

এই বিষয়ে BJP জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী বলেন, "এটাই তৃণমূলের কালচার। এরা গণতন্ত্র মানে না। নির্বাচনী বিধি মানে না।" পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "জেলার আধিকারিকরা দেখেও দেখছেন না। আধিকারিকদের সামনেই এটা হচ্ছে। তাঁরা কিছুই বলছেন না। এবিষয়ে BJP নেতা প্রবাল রাহা কটাক্ষ করে বলেন, "যারা বুকে তৃণমূলের ছবি নিয়ে ঘুরছে তাদের হৃদয়ে কিন্তু পদ্ম ফুল।"

ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পর কি জামায় দলীয় প্রতীক আটকানো যায়? এবিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানান, প্রচারপর্ব শেষ হওয়ার পর এসব করা যায় না।

যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ABOUT THE AUTHOR

...view details