পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে বিমান-প্রদীপের র‍্যালি

এদিন জলপাইগুড়ি শহরের জাতীয় কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে রোড শো করেন বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্য। এরপর রাজগঞ্জে ধর্মশালায় কর্মীসভা করেন তাঁরা। এদিন রাজগঞ্জ বাজার সংলগ্ন ধর্মশালায় সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন রায়ের সমর্থনে কর্মীসভা করা হয়। কর্মীসভায় প্রচুর সিপিআইএম ও কংগ্রেসের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে বিমান বসু
র‍্যালিতে বিমান বসু

By

Published : Mar 25, 2021, 8:03 PM IST

জলপাইগুড়ি, 25 মার্চ :তৃণমূলের 'খেলা হবে' স্লোগানকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জলপাইগুড়িতে সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থীর ডঃ সুখবিলাস বর্মার প্রচারে উপস্থিত ছিলেন বামফ্রন্ট রাজ্য চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, "রাজনীতি কোনও খেলা নয়। নির্বাচনে কোনও খেলা হয় না । নির্বাচন হল রাজনৈতিক লড়াই ।"

এদিন জলপাইগুড়ি শহরের জাতীয় কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে রোড শো করেন বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্য। এরপর রাজগঞ্জে ধর্মশালায় কর্মীসভা করেন দুই নেতা ৷ এদিন রাজগঞ্জ বাজার সংলগ্ন ধর্মশালায় সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন রায়ের সমর্থনে কর্মীসভা করা হয়। কর্মীসভায় প্রচুর সিপিআইএম ও কংগ্রেসের সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিন জলপাইগুড়ি শহরের গান্ধী মুর্তি পাদদেশ থেকে বিমান বসু পদযাত্রা করেন । সঙ্গে ছিলেন সুখবিলাস বর্মা ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। র‍্যালিটি জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এবং থানামোড় হয়ে শান্তিপাড়া গিয়ে শেষ হয়।

জলপাইগুড়ির র‍্যালিতে বিমান বসু

আরও পড়ুন :মন্দিরে পুজো দিলেন, আজই মনোনয়ন জমা গৌতমের

অন্যদিকে কোচবিহারে দিনহাটায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বিমানবাবু বলেন , "এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করা উচিত। তার পর বোঝা যাবে সত্য ঘটনা কী ৷" তদন্তের আগে কোনও মন্তব্য করতে রাজি নন বলে তিনি সাফ জানিয়ে দেন।

ABOUT THE AUTHOR

...view details