পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোমবাতির আলোতেই কাজে ব্যস্ত ভোটকর্মীরা - রাজগঞ্জের ভোট

ঝড়-বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মোমবাতির আলোয় কাজ চালিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা ৷ শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 16, 2021, 10:38 PM IST

রায়গঞ্জ, 16 এপ্রিল : রাত পোহালেই পঞ্চম দফার ভোট ৷ ভোটগ্রহণ হবে জলপাইগুড়ির 7 টি আসনে ৷ এদিকে আজ সন্ধে থেকেই জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি ৷ বেশ কিছু বুথের বাইর অস্থায়ী ছাউনি উড়ে গিয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ কিছু এলাকায় ৷ তবে এর মধ্যেও দায়িত্ব পালনে অবিচল ভোটকর্মীরা ৷

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভুবন মোহন প্রাথমিক বিদ্যালয়ে 18/143 নম্বর বুথ ৷ ঝড়-বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মোমবাতির আলোয় কাজ চালিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা ৷ শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন ৷ গুছিয়ে রাখছেন ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ৷

আরও পড়ুন : সন্ধে 7 টা থেকে সকাল 10 টা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

আলোর সমস্যা রয়েছে জেলার বেশকিছু মহিলা ভোটগ্রহণ কেন্দ্রেও ৷ জেলাশাসক বিষয়টির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ ভোটের আগের দিন ঝড়-বৃষ্টির তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হল জেলার বিস্তীর্ণ এলাকা ৷ ময়নাগুড়ি থেকে মালবাজারগামী জাতীয় সড়কের উপর গাছ উপড়ে পড়ে তিন জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details