পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Arrested: অবৈধ অনুপ্রবেশ! কাজের খোঁজে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি দম্পতি - অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সঙ্গে নেই কোনও বৈধ কাগজপত্র ৷ দালালের সাহায্যে মোটা টাকা দিয়ে ভারতে ঢুকতেই গ্রেফতার বাংলাদেশি দম্পতি ৷

Etv Bharat
ধৃত বাংলাদেশি দম্পতি

By

Published : May 10, 2023, 9:11 AM IST

ধৃত বাংলাদেশির বক্তব্য

জলপাইগুড়ি, 10 মে:পাঁচদিনের মধ্যে ফের বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ জলপাইগুড়িতে ৷ মঙ্গলবার বিএসএফের কাছে ধরা পড়তেই ধৃতরা জানায়, বাংলাদেশে রোজগার করে সংসার চালাতে পারছিল না । তাই কাজের খোঁজে ভারতে এসেছে পরিবার নিয়ে । সঙ্গে কোনও বৈধ নথি বা কাগজপত্র না থাকায় অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের । ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে আসতেই জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকায় বিএসএফের হাতে গ্রেফতার হয় শিশু-সহ তিন জন বাংলাদেশের নাগরিক ৷ ধৃতদের গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ।
জানা গিয়েছে, দালালের মাধ্যমে বাংলাদেশের বাসিন্দা মহম্মদ বিলাইত হুসেন তাঁর স্ত্রী হাসিদা বেগম ও 2 বছরের সন্তানকে নিয়ে ভারতে ঢোকে । দালালকে 8 হাজার টাকা করে মাথাপিছু মোট 24 হাজার টাকা দিয়ে ভারতে ঢোকে তারা । বাংলাদেশের মাদারিপুর জেলার শিবচর থানা এলাকার বাসিন্দা মহম্মদ বিলাইত হুসেন কাজের খোঁজেই ভারতে আসা বলে জানায় । সোমবার তাঁদের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে শিলিগুড়ি-রাধাবাড়ি সেক্টরের বিএসএফ জওয়ানরা তাদের আটক করে । জেরা করার পর অবৈধভাবে ভারতে প্রবেশের কথা জানতে পারাতেই তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ৷ দালালের মাধ্যমেই তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে এসেছে বলে স্বীকারও করে অভিযুক্ত । ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর ।
ধৃত মহম্মদ বিলাইত হুসেন জানায়, বাংলাদেশে যে টাকা উপার্জন করে তা দিয়ে তার সংসার চলে না । কিছু লোকজন তাকে বলেছিল ভারতে এলে ভালো কাজ দেওয়া হবে তাকে । এর পরেই দালালকে ধরে 24 হাজার টাকা দিয়ে বিলাইত হুসেন স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details