জলপাইগুড়ি, 2 জুলাই : দীর্ঘ ছ'বছর পর খুলল ডুয়ার্সের বাগরাকোট চা বাগান । রাজ্য় রাজনীতিতে শাসক-বিরোধী দলের তরজা তুমুল আকার ধারণ করেছে ৷ এমন সময় এই বাগান খুলতে কাঁধে কাঁধ মেলালেন যুযুধান দুই দলের নেতারা ৷ গতকাল রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক ও বিজেপির সাংসদ জন বারলা ফিতে কেটে বাগান চালুর সূচনা করেন । উপস্থিত ছিলেন নতুন কোম্পানির কর্ণধার সুরজিৎ বক্সি, তাঁর ছেলে সম্মেলন বক্সি, শ্রমিক নেতা মণিকুমার ডার্নাল-সহ অন্যান্যরা ।
ডুয়ার্সের লিস নদীর পারে অবস্থিত এই চা বাগান এক সময় ডানকান গোষ্ঠী পরিচালনা করত । ২০১৫-র এপ্রিল মাস থেকে সমস্যায় জর্জরিত এই সংস্থার শ্রমিকদের মজুরি অনিয়মিত হতে শুরু করে ৷ শ্রমিকরা রেশনও ঠিকমতো পাচ্ছিলেন না । একসময় মজুরি বন্ধ হয়ে যায় । বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। একে একে বন্ধ হয় সমস্ত পরিষেবা । স্বভাবতই শ্রমিকরা চরম অনটনের সম্মুখীন হন । বহু শ্রমিক অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মারা যান । কর্মহীন শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন । প্রশাসনের কাছে তাঁদের সমস্যা তুলে ধরতে একাধিক বার পথ অবরোধও করেন শ্রমিকরা ।