পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Show of Strength by Jawans: হাতুড়ি পিটিয়ে ভাঙা হচ্ছে মাথায় রাখা নারকেল, বুকের বরফ; সেনাকর্মীদের কীর্তিতে মজল জলপাইগুড়ি - Show of strength by Jawans

হাতুড়ি পিটিয়ে ভাঙা হচ্ছে মাথায় রাখা নারকেল ও বুকে রাখা বরফ ৷ 23 নং পঞ্জাব ব্যাটেলিয়ানের সেনাকর্মীদের কীর্তিতে মজল জলপাইগুড়ি ৷

Show of Strength by Jawans
Show of Strength by Jawans

By

Published : Jun 5, 2023, 9:36 PM IST

সেনাকর্মীদের কীর্তিতে মজল জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 5 জুন: মাথায় নারকেল রেখে এক এক করে হাতুড়ি দিয়ে মেরে ফাটানো হচ্ছে । শুধু তাই নয়, শরীরের উপর রাখা মাটির কলসি ও বরফও অবলীলায় ভাঙা হচ্ছে হাতুড়ি পিটিয়ে ৷ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকদের অনুষ্ঠানে জওয়ানদের এই কীর্তি তাক লাগিয়ে দিল জলপাইগুড়িবাসীর ।

ভারতীয় সেনাবাহিনীর 23 নং পঞ্জাব ব্যাটেলিয়ানের জওয়ানদের প্রদর্শিত হাড়হিম করা দৃশ্য দেখে গায়ে কাঁটা দেওয়ার উপক্রম । জলপাইগুড়ি বিন্নাগুড়ি সেনাছাউনির আর্মি পাবলিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে 23 পঞ্জাব লংগেয়ালা ব্যাটালিয়ানের সেনা জওয়ানরা তাঁদের কর্মকাণ্ড প্রাক্তন সেনাকর্মী ও সেনা আধিকারিকদের সামনে তুলে ধরেন । রবিবার প্রাক্তন সেনাকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, পেনশন, ব্যাঙ্কিং, আধারকার্ড থেকে শুরু করে সব বিষয়ে সমস্যার সমাধান করা হয় ।

23 পঞ্জাব লংগেয়ালা ব্যাটালিয়ানের সেনা জওয়ান ইন্দ্রজিৎ সিং জানান, "আমরা শিখ মার্শাল আর্ট করে থাকি । 14 জন রয়েছি আমরা । আমরা যা করি, তা আত্মরক্ষার জন্যই করি । আমরা মাথায় নারকেল রেখে ভাঙি, ইট ভাঙি । লোহার মোটা পেরেকের উপর শুয়ে পেটের উপর বরফ রেখে ফাটানো হয় । শরীরের উপর বাইক চালাই । শরীরের উপর দিয়ে এ সব করা হয় । একটু ব্যথা লাগে ঠিকই । সহ্য করে নিই । কিন্তু আমরা জানি, ঈশ্বর আছেন, আমাদের কিছু হবে না ।" সেনা জওয়ান সত্যেন্দ্র সিং বলেন, "আমার মাথার উপর নারকেল ফাটানো হয়েছে । আমার কোনও অসুবিধাই হয়নি ।"

আরও পড়ুন:মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ

জলপাইগুড়ি বিন্নাগুড়ি সেনাছাউনিতে প্রাক্তন সেনাকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন বিষয়ে সচেতেনতা বৃদ্ধির জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেনাবাহিনীর 20 মাউন্টেন ডিভিশন বিন্নাগুড়ির পক্ষ থেকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার প্রায় 1200 জন প্রাক্তন সেনাকর্মী, শহিদ সেনা জওয়ানদের পরিবারের সদস্যদের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ।

কোচবিহার থেকে আসা জয়িতা সিং জানান, "আজ সেনাবাহিনীর জওয়ানরা যে দৃশ্য দেখালেন তা বলে বোঝানো যাবে না । সেনা জওয়ানরা মাথায় নারকেল রেখে তার উপর হাতুড়ি দিয়ে ফাটাচ্ছেন । শরীরে কলসি রেখে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে । ভাবতে পারছি না এটা বাস্তবে দেখলাম ।"

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি সেনাছাউনির 20 মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (GOC) অজয় ফিরোজ শাহ-সহ অন্যান্য সেনা আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details