জলপাইগুড়ি, 13 মে: জলপাইগুড়ির মাসকালাইবাড়ি শ্মশান, মালবাজারে ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে । জলপাইগুড়ি শ্মশানে রাতে করোনার মৃতদেহ সৎকার করা হবে । আর দিনে সাধারণ মৃতদেহ সৎকার করা হবে বলে ঠিক হয়েছে ৷ পাশাপাশি সাধারণ মৃতদেহগুলো দাহ করার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ।
সম্প্রতি জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মৃতদেহ পরিজনদের৷ সাধারণ মৃতদেহ পড়ে থাকছে দীর্ঘক্ষণ। এই সমস্যা সমাধানের জন্য বিকল্প শ্মশানে সাধারণ মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করল জেলা প্রশাসন।গোশালামোড় স্থিত মারোয়াড়ীদের শ্মশানটিকে এখন সাধারণ মৃতদেহ দাহ করা হবে ।
অন্যদিকে জেলার মালবাজার ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে এমনটাই জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জলপাইগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন । বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ এবং মাল পুরসভার আধিকারিক । এই নিয়ে মাড়োয়ারি শ্মশান কর্তৃপক্ষকে চিঠি দেবে জেলা প্রশাসনকে ।