ধুপগুড়ি, 24 সেপ্টেম্বর : ধুপগুড়িতে আত্মঘাতী ব্যক্তি ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি ৷ মৃতের নাম শ্যামল রায় (40) ৷ মৃতের স্ত্রী মায়ান্তি রায় বলেন, তাঁর স্বামী কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন৷ সম্প্রতি ভোটার কার্ড, রেশন কার্ড খুঁজে পাচ্ছিলেন না । রাজ্যে NRC হলে কোথায় যাবেন তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্যামল রায় ৷
ধুপগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের দাবি, NRC আতঙ্কে আত্মঘাতী
সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছিলেন শ্যামল রায়৷ পরে বাড়ির পেছনের গার্ডওয়ালে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্যামল রায়কে উদ্ধার করে পরিবারের লোকেরা ৷
মৃতের স্ত্রী জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছিলেন শ্যামল রায়৷ অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন পরিবারের লোকেরা ৷ সেই সময় তাঁরা দেখতে পান বাড়ির পেছনের গার্ডওয়ালে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শ্যামল রায় ৷ এরপর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা শ্যামল রায়কে মৃত বলে ঘোষণা করেন ।
শ্যামল রায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তথা ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা শ্যামল রায়ের পরিবারের পাশে আছি । এই ঘটনায় ধুপগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ "