পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে যাত্রী পরিবহনের অভিযোগে আটক 35টি টোটো

নানা অছিলায় জলপাইগুড়ি শহরের কয়েকজন টোটো চালকেরা যাত্রী পরিবহন করছিলেন ৷ অভিযোগটি শোনার পর তৎপর জলপাইগুড়ির জেলা সদর ট্রাফিক পুলিশ ৷ বাজেয়াপ্ত হয় ৩৫টি টোটো ।

jalpaiguri
জলপাইগুড়ি

By

Published : May 3, 2020, 7:04 PM IST

জলপাইগুড়ি, 3 মে : লকডাউনে বন্ধ যান চলাচল । কিন্তু অভিযোগ ওঠে লকডাউনের নিয়মকে উপেক্ষা করে টোটোতে যাত্রী পরিবহন করছে টোটো চালকেরা ৷ এই অভিযোগের উপর ভিত্তি করে আজ শহরের গুরুত্বপূর্ণ এলাকা থানামোড় ,কদমতলা মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় জলপাইগুড়ির জেলা সদর ট্রাফিক পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় 35টি টোটো ।

অনেক দিন ধরে লকডাউনেও টোটো চালানো হচ্ছে বলে অভিযোগ আসছিল জলপাইগুড়ির জেলা সদর ট্রাফিক পুলিশের কাছে ৷ লকডাউনের আইনকে উপেক্ষা করেই বেশ কয়েকজন টোটো চালক শহরে যাত্রী পরিবহন করে চলেছেন । যত্রতত্র ঘোরাফেরাও করছেন নানা অছিলায় । এই অভিযোগ আসার পরেই জলপাইগুড়ি সদর ট্রাফিকের পক্ষ থেকে আজ বিশেষ অভিযান চলে।

পুলিশ সূত্রে খবর , জলপাইগুড়ি শহরের বেশ কয়েকজন টোটো চালকরা কেউ ওষুধ আনার বাহানায়, কেউ বা ব্যাঙ্কে যাওয়ার বাহানায় টোটো নিয়ে বেরিয়েছেন । ভাড়া নিয়ে যাতায়াত করছিলেন । এই অভিযোগ শোনার পর তৎপরতার সঙ্গে সদর ট্রাফিক পুলিশ জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকা থানামোড় , কদমতলা মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 35টি টোটোকে বাজেয়াপ্ত করে।

ABOUT THE AUTHOR

...view details