জলপাইগুড়ি, 20 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । ইতিমধ্যেই জলপাইগুড়িকে ক্লাস্টার জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । কিন্তু, লকডাউনকে উপেক্ষা করে এবং মাস্ক না পরে শহরের রাস্তায় বের হতে দেখা গেল অনেককে। আর তাই লকডাউন ভাঙায় 31 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ ।
আজ জলপাইগুড়ি শহরের বেগুনটারি, কদমতলা, মার্চেন্ট রোড, পান্ডাপাড়া, 3 নম্বর ঘুমটি, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ । 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সাইকেল।