জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : দূরপাল্লার বাস হাইজ্যাক করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন । উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি মোবাইল । ধৃতরা সবাই ধুপগুড়ির বাসিন্দা বলে জানান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব । 21 সেপ্টেম্বর 31 নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ি থেকে ধুপগুড়িগামী সড়কে ড্রাইভারকে মেরে দূরপাল্লার বাস হাইজ্যাক করে ডাকাতির ঘটনা ঘটে ।
বাস হাইজ্যাক করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 3
21 সেপ্টেম্বর 31 নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ি থেকে ধুপগুড়িগামী সড়কে আট জন দুষ্কৃতীর দল ড্রাইভারকে মেরে দূরপাল্লার বাস হাইজ্যাক করে ডাকাতি করে । আজ তিনজনকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি ও ধুপগুড়ি থানার পুলিশ ।
সোমবার সন্ধ্যায় অসমের দিক থেকে করিমপুর গামী একটি বেসরকারি বাস জলঢাকা সেতু পেরিয়ে আসার পরেই ধুপগুড়ি এলাকা থেকে যাত্রী সেজে কয়েকজন দুষ্কৃতী ওঠে । গাড়িটি জলঢাকা সেতু পার করে ময়নাগুড়ি থানা এলাকায় ঢুকতেই যাত্রী সেজে ওঠা আট জন দুষ্কৃতী ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে মারধর করে । গাড়িতে থাকা যাত্রীদের টাকা পয়সা লুটপাট শুরু করে দেয় । মারধর করে কন্ডাকটরকেও । ঘটনার পরেই ময়নাগুড়ি থানা ও ধুপগুড়ি থানার পুলিশ তদন্তে নামে ।
আজ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, "ডাকাতির ঘটনায় আট জন ছিল । তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা গেছে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । ডাকাতির সময় দুটো বন্দুক ছিল । একটি আর্মস আমরা পেয়েছি । ডাকাতরা দু'লাখ 20 হাজার টাকা লুট করেছিল । আটটি ফোন খোয়া গিয়েছিল তার মধ্যে তিনটি ফোন পাওয়া গেছে । ডাকাত দলটি বাস থেকে নেমে মোটর সাইকেলে পালিয়েছিল । জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি পাঁচ জনের মধ্যে দুইজন কোচবিহারের বাসিন্দা । আর বাকিরা কোথাকার তার তদন্ত চলছে । এই মুহুর্তে আমরা ধৃতদের নাম ঠিকানা প্রকাশ করছি না তদন্তের জন্য ।"